বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > গত সাত-আট মাস ধরে ভারতীয় প্রাক্তনীর সঙ্গে অনুশীলনেই সাফল্য, ফাঁস করলেন ক্রুণাল

গত সাত-আট মাস ধরে ভারতীয় প্রাক্তনীর সঙ্গে অনুশীলনেই সাফল্য, ফাঁস করলেন ক্রুণাল

উইকেট নেওয়ার পরে ক্রুণাল পান্ডিয়া (ছবি-আইপিএল)

ম্যান অব দ্য ম্যাচ ক্রুণাল পান্ডিয়া বলেছেন,‘গত সাত-আট মাস ধরে আমি ভাল বোলিং করছি। আমি এই বিষয়ে কঠোর পরিশ্রম করেছি। আমি রাহুল সাংঘভির নাম নেব। আমার পরিশ্রমের ফলাফল সবাই দেখছে যে আমি আমার দক্ষতা নিয়ে কাজ করেছি। ’

ক্রুণাল পান্ডিয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। তার বোলিং দিয়েক্রুণাল গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ফিরিয়ে এনেছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ক্রুণাল চার ওভারে মাত্র ১১ রান খরচ করেছেন এবং ভানুকা রাজাপক্ষে ও জিতেশ শর্মাকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন। এছাড়া জনি বেয়ারস্টোর একটি গুরুত্বপূর্ণ ক্যাচও নিয়েছেন ক্রুণাল পান্ডিয়া। ক্রুণাল একজন অলরাউন্ডারকিন্তু এই মরশুমে ব্যাট হাতে চমক দেখাতে পারেননি। তবে বল হাতে দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন তিনি।

আইপিএল-এর এদিনের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ক্রুণাল পান্ডিয়া বলেছেন,‘গত সাত-আট মাস ধরে আমি ভাল বোলিং করছি। আমি এই বিষয়ে কঠোর পরিশ্রম করেছি। আমি রাহুল সাংঘভির নাম নেব,যার ফলাফল সবাই দেখছে যে আমি আমার দক্ষতা নিয়ে কাজ করেছি। আপনি যখন সংক্ষিপ্ত ফর্ম্যাটে খেলেন,আপনি কিছু জিনিস বুঝতে পারেন না।’

ক্রুণাল পান্ডিয়া আরও বলেন, ‘আমি রাহুল সাঙ্ঘভির সাহায্য নিয়েছিলাম এবং আমি এর সুবিধা পেয়েছি। ব্যাটিং আমার হৃদয়ের খুব কাছে।ব্যাট দিয়ে তেমন কিছু করতে পারিনি, তবে টুর্নামেন্ট যত এগিয়ে যাবে আমি ব্যাট দিয়েও নিজের অবদান রাখার চেষ্টা করব।’

বন্ধ করুন