বর্তমানে ভারতীয় দলের পেস বোলিং বিভাগ বিশ্বের অন্যতম সেরা। মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহরা তো আছেনই, পাশাপাশি আইপিএল মারফৎ প্রতি বছরের নতুন নতুন প্রতিভা উঠে এসে। গত মরশুমে এমনই এক প্রতিভার সন্ধান পাওয়া যায়। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গুটিকয়েক ম্যাচ খেলেই নিজের গতির মাধ্যমে সকলকেই প্রভাবিত করেন উমরান মালিক।
তারপর ইতিমধ্যেই ভারতীয় এ দলের হয়ে সুযোগ পেয়েছেন, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সিনিয়র দলের সঙ্গে নেট বোলার হিসাবেও ছিলেন জম্মু ও কাশ্মীরের উমরান। এ বছরের নিলামের আগে তাঁকে সানরাইজার্স রিটেনও করে। এ মরশুমেও নিরন্তর ১৫০ কিমির আশেপাশে বল করে সকলকে চমকে দিচ্ছেন উমরান। পাশাপাশি সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পেস বোলার ডেল স্টেইনের সঙ্গেও কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি। ২২ বছরের উমরানকে যে স্টেইন কতটা রেট করেন, তা তাঁর সাম্প্রতিক পোস্টেই ধরা পড়ল।
সোশ্যাল মিডিয়ায় এক প্রশ্ন-উত্তর পর্বে স্টেইনকে এক অনুরাগী জিজ্ঞেস করেন পরবর্তী পাঁচ বছরে কোন বোলার বিশ্ব কাঁপাতে পারে বলে তিনি মনে করেন। জবাবে স্টেইন বলেন, ‘ভবিষ্যতে উমরান মালিকের নাম সকলের মুখে মুখে শোনা যাবে। অলরাউন্ডারের দিক থেকে মার্কো জানসেনও সেই তালিকায় আছেন।’ এরপরেই তিনি উমরানকে কী পরামর্শ দেন জিজ্ঞেস করলে কোনও রাখঢাক না করেই প্রাক্তন দক্ষিণ আফ্রিকা তারকার সাফ জবাব, ‘কোনও পরিস্থিতিতেই গতির সঙ্গে আপোস করা যাবে না। যে কেউ ১৩০/১৩৫ (কিমি) বল করতে পারে। তবে হ্যাঁ, ওর বোলিংয়ে একটু বৈচিত্র যোগ করতে পারলে, ও অনেক দূর যাবে।’ এর থেকেই স্টেইন উমরানের বিষয়ে কী ভাবেন তা স্পষ্ট।