বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > অস্ত্রোপচারের পরে কেমন আছেন নটরাজন?

অস্ত্রোপচারের পরে কেমন আছেন নটরাজন?

অস্ত্রোপচারের পরে নটরাজন (ছবি:টুইটার)

নটরাজন লেখেন, ‘আমি কৃতজ্ঞ সকল ডাক্তার, নার্সদের কাছে। কৃতজ্ঞতা জানাব বিসিসিআইকে ও যাঁরা এতদিন সুস্থতা কামনা করেছেন তাঁদের সকলকে।'

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে খুব একটা ভাল জায়গায় নেই সানরাইজর্স হায়দরাবাদ। মাত্র ১টি ম্যাচে আপাতত জয় পেয়েছে ওয়ার্নার বাহিনী। তাদের এই খারাপ পারফরম্যান্সের মূল যে দুটি কারণ সে দুটি হল মিডল অর্ডার ব্যাটিং এবং ডেথ ওভারে বোলিং-এ ব্যর্থতা। আমীরশাহিতে ২০২০ সালে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন ভারতীয় পেসার নটরাজন। তার ডেথ ওভারের তাঁর করা বিষাক্ত ইয়র্কার বল তাঁকে 'ইয়র্কার কিং' এর তকমা পাইয়ে দিয়েছিল।

এই মরসুমে তিনি হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে খেলার পরে আর অন্য কোন ম্যাচে খেলতে পারেননি। তার হাটুর চোট ক্রমশই বাড়ছিল। তা সত্ত্বেও তিনি বায়ো-বাবলে থেকে যান। তিনি ভেবেছিলেন ডাক্তারদের পরামর্শ নিয়ে পরবর্তীতে দলের হয়ে খেলতে পারবেন। তবে তার সেই আশা পূর্ন হয়নি। কয়েকদিন আগেই ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছিল এই মরসুমে আর তিনি খেলতে পারবেন না।

তারপরেই আর দেরি না করে অবশেষে হাঁটুর অস্ত্রোপচার করা হল টি. নটরাজনের। উল্লেখ্য জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকার কারণে হাঁটুর চিকিৎসা করাতে পারছিলেন না নটরাজন। ফলে তাঁকে বলয়ের বাইরে নিয়ে এসে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ অর্থাৎ মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হয়েছে। মঙ্গলবার অস্ত্রোপচারের পর নিজেই সেই ছবি টুইট করেছেন নাট্টু। নটরাজন লেখেন, ‘আমি কৃতজ্ঞ সকল ডাক্তার, নার্সদের কাছে। কৃতজ্ঞতা জানাব বিসিসিআইকে ও যাঁরা এতদিন সুস্থতা কামনা করেছেন তাঁদের সকলকে।'

বন্ধ করুন