শুভব্রত মুখার্জি: ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই যথেষ্ট দাপটের সঙ্গে খেলেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। দীর্ঘ ২৪ বছর ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। নিঃসন্দেহে তাঁকে অভিজ্ঞতার ভান্ডার বলা যেতে পারে। দেশি, বিদেশি ক্রিকেটারদের বিভিন্ন সময়ে তিনি উপদেশ দিয়ে থেকেছেন। তাদের কেরিয়ারে সাহায্য করেছেন তাদের ব্যাটিংয়ের উন্নতি ঘটাতে। সেই সচিন তেন্ডুলকরের থেকেই নাকি একবার উপদেশ নেওয়ার চেষ্টা করেছিলেন জেমাইমা রদ্রিগেজ! আন্তর্জাতিক অভিষেকের আগে জেমাইমা রদ্রিগেজ উপদেশ নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন সচিন তেন্ডুলকরের কাছে। সচিন তেন্ডুলকর নাকি সেই সময়ে জেমাইমাকে স্পষ্ট বলেছিলেন আমি টি-২০ ক্রিকেট খুব কম খেলেছি। ফলে এই বিষয়ে পরামর্শ দেওয়ার সঠিক লোক আমি নই।
২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত জেতার পরপরেই সচিন তেন্ডুলকরের সঙ্গে প্রথম আলাপ হয় জেমাইমার। ২২ বছর বয়সি ব্যাটার সেই প্রথম সাক্ষাতের কাহিনি শুনিয়েছেন জনসমক্ষে। মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল জেমাইমার। তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচের আগেই সচিন তেন্ডুলকর, জেমাইমাকে তাঁর বাড়িতে ডেকেছিলেন আলোচনার জন্য।
'ব্রেকফার্স্ট উইথ চ্যাম্পিয়ন' নামক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে বলতে গিয়ে জেমাইমা বলেছেন, 'আমাকে যখন ভারতের হয়ে খেলার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে নির্বাচন করা হয় এবং খেলতে ডাকা হয়, সেই সময়ে আমার কোচ আমাকে বলেন চল এবার যেতে হবে। সচিন স্যার তোমাকে ডেকেছেন। আমি প্রথমে এটা শুনে বিশ্বাস করতেই পারিনি। সচিন স্যার সেই সময়ে আমাকে চিনতেন না। আমাকে সচিন স্যার প্রথমেই জিজ্ঞাসা করেছিলেন 'তুমি কি নার্ভাস আছ?' এরপরেই আমরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করি। আমি ওনাকে টি-২০ ফর্ম্যাট নিয়ে জিজ্ঞাসা করি। কীভাবে খেলতে হবে সেই বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেছিলাম।ওনার উত্তর ছিল আমি তো খুব বেশি টি-২০ ক্রিকেট খেলিনি। তাই আমি মনে করি এই বিষয়ে পরামর্শ দেওয়ার সঠিক ব্যক্তি আমি না। আমার বয়স সেই সময়ে ছিল ১৭। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমার অভিষেক হয়। আমি সচিন স্যারকে বলেছিলাম আমি একটু হলেও নার্ভাস রয়েছি। আমাকে উনি বলেছিলেন তুমি নার্ভাস কারণ তুমি বিষয়টি নিয়ে যত্নশীল। উনি আমার নার্ভাসনেস কাটাতে সাহায্য করেছিলেন।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।