বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023-এর নিলাম থেকে কেন নাম প্রত্যাহার করে নিলেন? কারণ খোলসা করলেন ক্রিস ওকস

IPL 2023-এর নিলাম থেকে কেন নাম প্রত্যাহার করে নিলেন? কারণ খোলসা করলেন ক্রিস ওকস

ক্রিস ওকস।

আইপিএলের নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্রিস ওকস। টি-২০ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য এ বার তাঁর এই সিদ্ধান্তের নেপথ্য কারণও ব্যাখ্যা করেছেন। এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে ক্রিস ওকস জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না।

শুভব্রত মুখার্জি: ২০২৩ সালের আইপিএলে খেলবেন না ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। আইপিএলের নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য এ বার তাঁর এই সিদ্ধান্তের নেপথ্য কারণও ব্যাখ্যা করেছেন। ৩৩ বছর বয়সি এই পেসার টি-২০ বিশ্বকাপের ফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন। ফাইনালে যদিও তিনি কোনও উইকেট পাননি। ইএসপিএন ক্রিকইনফোকে এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে ক্রিস ওকস জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ODI-এ ভালো খেলেও IPL নিলামে নেই মেহেদি, বাদ কেদার যাদব, গাপ্তিলও

ক্রিস ওকসের দাবি, ‘সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না।’ অ্যাসেজে ইংল্যান্ডের হয়ে খেলাটা যে তাঁর স্বপ্ন তাও জানিয়েছেন তিনি। আর সেই কারণেই তিনি ওয়ালউইকশায়ারের হয়ে কাউন্টিতে খেলতে চান। ২০২২ সালের গোটা গরমকালটাই তাঁকে ইনজুরির কারণে সরে থাকতে হয়েছে ২২ গজ থেকে। এই মুহূর্তে বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাকালামের পরিকল্পনাতেও নেই তিনি। আর সেই কারণেই কাউন্টি খেলে নিজের জায়গা পাকা করতে চান ওকস।

আরও পড়ুন: IPL-এ ধোনি ব্যাট করতে নামলে KKR কর্ণধার শাহরুখ খানের অবস্থা কী হয় জানেন!

ক্রিস ওকস জানিয়েছেন, ‘সিদ্ধান্তটা (আইপিএল না খেলার) নেওয়া বেশ কঠিন ছিল। আমার মনের একটা অংশ যেন আমাকে বলছে, এখনও খেলতে। কারণ আইপিএল একটা অসাধারণ টুর্নামেন্ট। আর্থিক দিক থেকে সবার জন্য এই প্রতিযোগিতা খুব লাভজনক। তবে আমি আমার সিদ্ধান্ত শুধু টাকার কথা মাথায় রেখে নিইনি। পরিস্থিতিটা আমার কাছে একটু কঠিন ছিল। কারণ সবে মাত্র আমরা বিশ্বকাপ জিতেছিলাম। ফলে এই মুহূর্তে আমাদের চাহিদা তুঙ্গে থাকত। তালিকায় এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাদের জন্য দলগুলো বেশি টাকা খরচ করতেও প্রস্তুত থাকবে। এই তালিকায় আমি হয়তো তাদের সঙ্গে অথবা তাদের পরেই থাকব।’

তিনি আরও যোগ করেন, ‘আমার সঙ্গে একাধিক লোকের কথা হয়েছে। অনেক ফ্র্যাঞ্চাইজিও আমাকে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। ফলে আমার পক্ষে নাম প্রত্যাহার করাটা একেবারেই সহজ ছিল না। তবে গত গ্রীষ্মে ইংল্যান্ডে খেলতে না পারার পরে এটাই আমার কাছে বড় সুযোগ ছিল নিজেকে তৈরি করার। এই বছরেই অ্যাসেজ রয়েছে। আমি খুব বেশি লাল বলে ক্রিকেট খেলিনি। আমারও লোককে মনে করানোর দরকার রয়েছে, লাল বলের ক্রিকেট খেলাতে আমি কতটা দক্ষ।’

বন্ধ করুন