দেখে নিন ৫ তারকা ক্রিকেটারকে যারা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও খেলেননি একটিও ম্যাচ
Updated: 01 Jan 2022, 05:03 PM ISTইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। কেকেআর এখন পর্যন্ত খেলা সমস্ত আইপিএল মরশুমের অংশ নিয়েছিল। একাধিকবার ট্রফিও জিতেছে তারা। অতি সম্প্রতি, কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২১-এ রানার্স-আপ হয়েছে। গত ১৪ বছরে, সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং, ব্রেট লি, শোয়েব আখতার, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, গৌতম গম্ভীর, শেন বন্ডের মতো তারকা ক্রিকেটাররা কেকেআর জার্সিতে খেলেছেন। এবার দেখে নিন সেই পাঁচ খেলোয়াড়কে যারা কলকাতার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যু্ক্তে হওয়া সত্ত্বেও কেকেআর-এর হয়ে খেলার সুযোগ পাননি৷
পরবর্তী ফটো গ্যালারি