সোমবার একানা স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের বিভিন্ন সময় ঠোকাঠুকি লাগতে থাকে দুই দলের ক্রিকেটারদের মধ্যে। তবে উত্তেজনা চরমে পৌঁছয় ম্যাচ শেষে। প্রাক্তন ভারত ক্রিকেটার গৌতম গম্ভীর ও বিরাট কোহলির বাদানুবাদের পরিস্থিতির সাক্ষী থাকে সবাই। এই ম্যাচ শুরু থেকেই একটু অন্যরকম ছিল। এবছর আইপিএলের প্রায় প্রতিটি ম্যাচে ২০০ কাছাকাছি রান হচ্ছে। কিন্তু এই ম্যাচে ১২৬ রান করে ম্যাচ জিতে নেয় আরসিবি। বিরাট কোহলির দলের বোলাররা দুর্দান্ত বল করলেও বিরাট কোহলির এবং গৌতম গম্ভীরের মধ্যে ঝামেলা সকল প্রচারের আলো সেই দিকে ঘুরিয়ে নেয়। ম্যাচের পরে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিও বিস্ময়কর প্রতিক্রিয়া জানিয়ে বসেন।
লখনউ রান তাড়া করার সময় কোহলির সঙ্গে নবীন-উল-হকের মধ্যে একটি ঝামালার সৃষ্টি হয়। ম্যাচ শেষের পর দুই ক্রিকেটারের করমর্দন করলেও সেই সময়ও তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনার মধ্যেই নিজেকে জড়িয়ে ফেলেন ভারতের প্রাক্তন তারকা ওপেনার গৌতম গম্ভীর। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতি বিরাট কোহলির উদ্দেশ্যে কিছু বলতে থাকেন। তা শুনতে পেয়ে এগিয়ে আসেন কোহলিও। দুই হেভিওয়েট মুখোমুখি কথাকাটাটি শুরু হয়। তারপরেই দুই দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন।
এই ম্যাচে গুরুত্বপূর্ণ জয়ের পর আরসিবি তাদের ড্রেসিংরুমে জয় উদযাপন করেন। সেই উদযাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডু প্লেসিকে ম্যাচের সম্পর্কে কম বরং পুরো ম্যাচ জুড়ে বিরাট কোহলির যে আগ্রাসন সেই বিষয়ে বেশি প্রশ্ন করা হয়। ফাফ উত্তরে বলেন, 'এটা বিরাট কোহলির একটা বিশেষ রূপ। যখন বিরাট পুরোপুরি সঠিক মেজাজে থাকে তখন ওর এই ভাবটা দেখা যায়। এটার অংশ হতে পেরে ভালোই লাগছে। মাঠে আমার কাজ হল সবকিছু শান্ত রাখা আমি মনে করি সেই কাজ আমি ভালো করেই করেছি।'
বিরাট-গম্ভীর এবং নবীন এই তিনজনের ঝামেলার ঘটনার পর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। তিনজনেরই জরিমানা করা হয়েছে। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ মেন্টর গৌতম গম্ভীরকে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। আরসিবি ব্যাটসম্যান বিরাট কোহলিরও ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে। এছাড়া ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হবে নবীন-উল-হককে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।