IPL এর ১৬ তম মরশুমের ৫৪ তম ম্যাচটি মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মধ্যে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে মুম্বই দল তাদের ঘরের মাঠে RCB-র বিরুদ্ধে এই ম্যাচে ৬ উইকেটে একতরফা জয় নথিভুক্ত করেছিল। এই ম্যাচে সূর্যকুমার যাদবের দুর্দান্ত ব্যাটিং ইনিংস দেখা গিয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মুম্বই পাওয়ারপ্লেতে তাদের দুই ওপেনারের উইকেট হারিয়েছিল। কিন্তু সূর্য ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেলে ১৬.৩ ওভারে সাতটি চার ও ছয়টি ছক্কা মেরে নিজের দলের জয় নিশ্চিত করেছিলেন।
এই ম্যাচে মুম্বইয়ের জয়ের চেয়ে একটি ডিআরএস সিদ্ধান্ত নিয়েই বেশি আলোচনা হচ্ছে। ডিআরএসের অধীনে এলবিডব্লিউ আউট হন অধিনায়ক রোহিত শর্মা। এ নিয়ে প্রশ্ন তুলেছেন মহম্মদ কাইফ ও মুনাফ প্যাটেল। অন্যদিকে রোহিত নিজেও এই আউট নিয়ে অবাক ছিলেন। প্যাভিলিয়নে ফেরার পরও তিনি রিপ্লে দেখছিলেন এবং আম্পায়ারের সিদ্ধান্তে বিশ্বাস করতে পারছিলেন না। এবার সেই বিতর্কের বিবৃতি দিয়ে জবাব দিল ম্যাচের অফিসিয়াল ব্রডকাস্টার। তারা একটি গ্রাফিক্সও সামনে এনেছে।
আরও পড়ুন… ভিডিয়ো: আম্পায়ার থেকে দর্শক সকলেই অবাক! চোখের পলকেই আউট রাহানে! দেখেছেন কি ললিতের এই ক্যাচ?
আসলে, ওয়ানিন্দু হাসারাঙ্গার ৫তম ওভারের শেষ বলটি ক্রিজের বাইরে গিয়ে খেলতে চেয়েছিলেন রোহিত শর্মা। তিনি এটি পুরোপুরি মিস করেন। বল লেগেছিল রোহিতের প্যাডে। আরসিবি এটি নিয়ে ডিআরএস নেয়, তারপরে তৃতীয় আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। এতে সকলেই অবাক হয়ে যান। টিভির পর্দায় দেখা যায় রোহিত প্রায় ক্রিজের বাইরে ছিলেন ৩.৫ মিটারের বেশি। এমন পরিস্থিতিতে তাঁকে আউট করা ছিল বোঝার বাইরে।
এ নিয়ে মুনাফ প্যাটেল দূরত্ব ব্যাখ্যা করে লিখেছেন- ‘এখন ডিআরএসের জন্যও ডিআরএস নিতে হবে। দুর্ভাগা রোহিত শর্মা। পাবলিক কি বলে, এটা বের হয় নাকি?’ মুনাফের পর কাইফও এই সিদ্ধান্তের কটাক্ষ করেন। কাইফ লিখেছেন, ‘হ্যালো ডিআরএস এটি একটু বেশি হয়ে গেল নাকি। কীভাবে এলবিডব্লিউ আউট হতে পারে।’
আরও পড়ুন… ভিডিয়ো: দাঁড়িয়ে সচিন জানালেন কুর্নিশ, কাছে এসে পিঠ চাপড়ে দিলেন কোহলি- সূর্যকে অভিনন্দন
আইপিএল ২০২৩-এর অফিসিয়াল সম্প্রচারকারীরা RCB-এর বিরুদ্ধে রোহিত শর্মার বিতর্কিত আউটের বিষয়ে একটি স্পষ্টীকরণ জারি করেছে। বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছিলেন যে তিন মিটারের নিয়ম উপেক্ষা করা হয়েছিল এবং রোহিতকে ডিআরএস দ্বারা ‘অন্যায়ভাবে’ এলবিডব্লিউ আউট ঘোষণা করা হয়েছিল। যাইহোক, অফিসিয়াল সম্প্রচারকারীরা একটি গ্রাফিক শেয়ার করেছে যেখানে দাবি করা হয়েছে যে রোহিতের সামনের পা স্টাম্প থেকে ২.৯ মিটার দূরে ছিল। সম্প্রচারকারীদের দাবি এই আউটটি ক্রিকেটের নিয়মকে উপেক্ষা করা হয়নি।

সামনে এল অফিসিয়াল ব্রডকাস্টারের বিবৃতি (ছবি-টুইটার)
এই মরশুমে টানা পঞ্চমবারের মতো রোহিত দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। রোহিত ৭২ তম বারের জন্য আইপিএলে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন এবং তিনি এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে দীনেশ কার্তিক (৬৮)। এই মরশুমে রোহিত ১১ ইনিংসে মাত্র ১৭.৩ গড়ে ১৯১ রান করেছেন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
ম্যাচের কথা বলতে গেলে, তরুণ ব্যাটসম্যান নেহাল ওয়াধেরারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুম্বাইয়ের ছয় উইকেটের জয়ে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করা ছাড়াও দলের জয় নিশ্চিত করা ওয়াধেরা ৩৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫২ রান করেন এবং সূর্যের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৬ বলে ১৪০ রান করেন। একটি অংশীদারিত্ব এই জয়ে মুম্বাই দল লম্বা লাফ দিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম অবস্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।