বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ম্যাক্সওয়েল-ওয়ার্নারদের দেশে ফেরা এখন বিশ বাও জলে

ম্যাক্সওয়েল-ওয়ার্নারদের দেশে ফেরা এখন বিশ বাও জলে

চরম সঙ্কটে ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা।

করোনার সংক্রমণ বৃদ্ধির জেরে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিসিআই।

আইপিএল খেলতে এসে তীব্র সমস্যায় জেরবার অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়ালস, ধারাভাষ্যকররা। এই মুহূর্তে দেশে ফেরার ব্যাপারে তাঁদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জোর করে দেশে ঢুকতে গেলেই বড় অঙ্কের জরিমানার সঙ্গে জেলও হতে পারে তাঁদের।

ভারতে করোনার সংক্রমণ মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। যার জেরে ভারতের সঙ্গে ১৫ মে পর্যন্ত বিমান চলাচল বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তাঁদের দেশে ফেরানোর জন্য অনুরোধ জানিয়েছিল। কিন্তু তাঁদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে কোনও ভাবেই তাঁদের দেশে ফেরানো হবে না। এমন কী হাত তুলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার আইপিএল বাতিল হওয়ার পর বিসিসিআই যখন প্লেয়ার এবং আইপিএলে যুক্ত প্রত্যেককে বাড়ি ফেরানোর উদ্যোগ নিচ্ছে, সে সময় ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়, ‘যাঁরা ২০২১ আইপিএলে অংশ নিয়েছিলেন, তঁদের সুরক্ষার কথা ভেবেই যে বিসিসিআই এই টুর্নামেন্ট স্থগিত করেছে, সেটা বুঝতে পারছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন। সিএ ইতিমধ্যেই বিসিসিআই-এর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল এবং ধারাভাষ্যকরদের সুরক্ষিত ভাবে অস্ট্রেলিয়ার ফেরৎ পাঠানোর প্রচেষ্টা করছে বিসিসিআই, সেই বিষয়ে কথা হয়েছে। সিএ এবং এসিএ অস্ট্রেলিয়া সরকারের ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্তকে সম্মান করে। এবং (আইপিএল অংশ গ্রহণকারী সদসদ্যের জন্য) এই নিষেধাজ্ঞা ভেঙে কোনও ছাড় চাওয়া হবে না। বিসিসিআই আইপিএলের সব ক্রিকেটারদের যে ভাবে দেশে ফেরানোর দায়িত্ব নিয়েছে, তার জন্য সিএ এবং এসিএ ধন্যবাদ জানাচ্ছে।’

এর থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে, অস্ট্রেলিয়ানদের দেশে ফেরা এখন বিশ বাও জলে। কবে তাঁরা দেশে ফিরবেন, সে বিষয়েও কোনও নিশ্চয়তা নেই। ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে যাবতীয় বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। পরিস্থিতি বুঝে এই সময়সূচি আরও বাড়াতে পারে অস্ট্রেলিয়া সরকার। এই পরিস্থিতিতে দেশে ফেরার জন্য আইপিএল চলাকালীনই সরকারি দফতরে চিঠি লিখেছিলেন অজি তারকা ক্রিকেটার ক্রিস লিন। তিনি অস্ট্রেলিয়া সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সরকার যেন তাঁদের ভারত থেকে দেশে ফেরার ব্যবস্থা করে দেয়। তাঁদের জন্য যেন বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়।

কিন্তু সেই আবেদন খারিজ করে দেন অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানিয়েছেন, দেশের মানুষের সুরক্ষার কথা ভেবে, যে ক্রিকেটাররা আইপিএল খেলতে ভারতে গিয়েছেন, তাদের এই মুহূর্তে কোনও ভাবেই দেশে ফেরানো যাবে না। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অজি ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল, ধারভাষ্যকরদের দেশে ফেরানোর বিষয়ে হাত তুলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ক্যাপ্টেন তিন নম্বরে ব্যাট করতে এলেন না কেন? হরমনপ্রীতের উপর চটলেন অঞ্জুম চোপড়া রান রেট মাথায় আছে, ঠুকঠুকে ব্যাটিংয়ের পরে সাফাই স্মৃতি মন্ধনার অবশেষে অনশনে হাজির আরজি কর হাসপাতালের ডাক্তাররা, ধর্মতলায় দু’‌জন কারা? সোমবারের মোদী-মুইজ্জু বৈঠক নিয়ে আশাবাদী জয়শংকর, তবে কি বরফ গলার ইঙ্গিত? Puja Skin Care: পিঠে ব্রণ বলে ব্যাকলেস এড়িয়ে চলছেন ? এই টোটকাতেই দূর হবে সমস্যা জাতীয় দলে ফিরেই চমকে দেওয়া বোলিং, ‘লিস্টে না থাকা’ বরুণকে কী এবার ধরে রাখবে KKR? ‘‌উপরে থাকবেন কুল, ভিতরে বোল্ড’‌, এবার কলকাতা পুলিশকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী চুমু বিতর্ক অতীত! ভাত-কাপড়ের অনুষ্ঠানে রূপসাকে চোখে হারালেন সায়নদীপ, রইল ছবি জল-বায়ো টয়লেটও আটকে দিচ্ছে, জুনিয়র ডাক্তারদের অনশন রুখতে ঘুরপথে সরকার! নবরাত্রির পুজোয় ঘর সাজাচ্ছেন! মেনে চলুন বাস্তুর এই নিয়ম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.