আইপিএল খেলতে এসে তীব্র সমস্যায় জেরবার অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়ালস, ধারাভাষ্যকররা। এই মুহূর্তে দেশে ফেরার ব্যাপারে তাঁদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জোর করে দেশে ঢুকতে গেলেই বড় অঙ্কের জরিমানার সঙ্গে জেলও হতে পারে তাঁদের।
ভারতে করোনার সংক্রমণ মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। যার জেরে ভারতের সঙ্গে ১৫ মে পর্যন্ত বিমান চলাচল বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তাঁদের দেশে ফেরানোর জন্য অনুরোধ জানিয়েছিল। কিন্তু তাঁদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে কোনও ভাবেই তাঁদের দেশে ফেরানো হবে না। এমন কী হাত তুলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার আইপিএল বাতিল হওয়ার পর বিসিসিআই যখন প্লেয়ার এবং আইপিএলে যুক্ত প্রত্যেককে বাড়ি ফেরানোর উদ্যোগ নিচ্ছে, সে সময় ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়, ‘যাঁরা ২০২১ আইপিএলে অংশ নিয়েছিলেন, তঁদের সুরক্ষার কথা ভেবেই যে বিসিসিআই এই টুর্নামেন্ট স্থগিত করেছে, সেটা বুঝতে পারছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন। সিএ ইতিমধ্যেই বিসিসিআই-এর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল এবং ধারাভাষ্যকরদের সুরক্ষিত ভাবে অস্ট্রেলিয়ার ফেরৎ পাঠানোর প্রচেষ্টা করছে বিসিসিআই, সেই বিষয়ে কথা হয়েছে। সিএ এবং এসিএ অস্ট্রেলিয়া সরকারের ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্তকে সম্মান করে। এবং (আইপিএল অংশ গ্রহণকারী সদসদ্যের জন্য) এই নিষেধাজ্ঞা ভেঙে কোনও ছাড় চাওয়া হবে না। বিসিসিআই আইপিএলের সব ক্রিকেটারদের যে ভাবে দেশে ফেরানোর দায়িত্ব নিয়েছে, তার জন্য সিএ এবং এসিএ ধন্যবাদ জানাচ্ছে।’
এর থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে, অস্ট্রেলিয়ানদের দেশে ফেরা এখন বিশ বাও জলে। কবে তাঁরা দেশে ফিরবেন, সে বিষয়েও কোনও নিশ্চয়তা নেই। ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে যাবতীয় বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। পরিস্থিতি বুঝে এই সময়সূচি আরও বাড়াতে পারে অস্ট্রেলিয়া সরকার। এই পরিস্থিতিতে দেশে ফেরার জন্য আইপিএল চলাকালীনই সরকারি দফতরে চিঠি লিখেছিলেন অজি তারকা ক্রিকেটার ক্রিস লিন। তিনি অস্ট্রেলিয়া সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সরকার যেন তাঁদের ভারত থেকে দেশে ফেরার ব্যবস্থা করে দেয়। তাঁদের জন্য যেন বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়।
কিন্তু সেই আবেদন খারিজ করে দেন অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানিয়েছেন, দেশের মানুষের সুরক্ষার কথা ভেবে, যে ক্রিকেটাররা আইপিএল খেলতে ভারতে গিয়েছেন, তাদের এই মুহূর্তে কোনও ভাবেই দেশে ফেরানো যাবে না। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অজি ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল, ধারভাষ্যকরদের দেশে ফেরানোর বিষয়ে হাত তুলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।