বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > কেন ১৮ নম্বর জার্সি পরে মাঠে নামেন, কোহলি নিজেই ফাঁস করলেন সেই রহস্য, অবাক হবেন অভাবনীয় সংযোগের কথা জেনে

কেন ১৮ নম্বর জার্সি পরে মাঠে নামেন, কোহলি নিজেই ফাঁস করলেন সেই রহস্য, অবাক হবেন অভাবনীয় সংযোগের কথা জেনে

বিরাট কোহলি। ছবি- টুইটার।

Virat Kohli's Jersey Number: অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে না চেয়েও যে নম্বরের জার্সি হাতে পেয়েছিলেন, পরে সেই তারিখেই কোহলির জীবনে ২টি মোড় ঘোরানো ঘটনা ঘটে, অভাবনীয় সংযোগের কথা জানালেন বিরাট নিজেই।

কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে তাদের জার্সি নম্বরও ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একসময় সেই নম্বরই সংশ্লিষ্ট খেলোয়াড়ের অন্যতম পরিচয় হয়ে দাঁড়ায়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৭ নম্বর জার্সি ধরেই তাঁকে সিআর-সেভেন বলে ডাকা হয়। ঠিক তেমনই ১০ নম্বর জার্সি পরেন বলেই লিওনেল মেসি হয়ে উঠেছেন এলএম-টেন।

ক্রিকেটারদের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রমী নয়। সচিনের ১০ নম্বর জার্সি ও মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সির মাহাত্ম্য অনুরাগীদের কাছে এতটাই যে, ভারতীয় ক্রিকেটে অন্য কেউ সেই জার্সি নম্বর ছুঁতে ভয় পাবেন। ঠিক তেমনই বিরাট কোহলির সঙ্গে তাঁর ১৮ নম্বর জার্সিও বিখ্যাত হয়ে উঠেছে।

প্রত্যেক খেলোয়াড়ের জার্সি নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনও কারণ বা ঘটনা থাকে। কোহলির ক্ষেত্রে বিষয়টি নিতান্ত কাকতালীয় হলেও কীভাবে সেই জার্সি নম্বরের সঙ্গে কোহলির জীবনের গুরুত্বপূর্ণ ২টি দিন জড়িয়ে গিয়েছে, সেটা জানালেন বিরাট নিজেই।

আসলে বিরাট কোহলি ১৮ নম্বর জার্সি নিজে বেছে নেননি। বরং তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে থাকার সময়ে। সেই থেকে তিনি ১৮ নম্বর জার্সি পরেই মাঠে নামেন। স্টার স্পোর্টসের আলোচনায় কোহলি বলেন, ‘শুরুতে ১৮ আমার কাছে শুধুই একটি নম্বর ছিল, যে নম্বরের জার্সি আমাকে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে থাকার সময় দেওয়া হয়েছিল। আমি প্রথমবার জার্সি খুলে দেখি তাতে ১৮ নম্বর লেখা রয়েছে। আমি চাইনি, এটা আমাকে দেওয়া হয়েছিল।’

আরও পড়ুন:- নতুন করে কী শেখাবে কাউন্টি? তার থেকে IPL-এর রিজার্ভ বেঞ্চে বসে থাকাও লাভজনক- রুট

পরক্ষণেই বিরাট বলেন, ‘পরে এই ১৮ নম্বর আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ভারতের হয়ে আমার অভিষেক ম্যাচ ছিল ২০০৮ সালের ১৮ অগস্ট তারিখে। আমার বাবা ২০০৬ সালের ১৮ ডিসেম্বর মারা যান। সুতরাং, আমার জীবনের ২টি উল্লেখযোগ্য দিন ছিল ১৮ তারিখ। তবে আমি আমার জার্সি নম্বর পেয়েছিলাম তার অনেক আগে। সুতরাং, এই ১৮ নম্বরের সঙ্গে আমার জীবনের একটি অভাবনীয় সংযোগ রয়েছে।’

আরও পড়ুন:- সেই রিয়ালকেই ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সিটি, গুয়ার্দিওলার দাবি, ‘এক বছর ধরে পুষে রাখা যন্ত্রণার উপশম’

কোহলি আরও বলেন, ‘এখনও মাঝে মাঝে অবাক হই, যখন দেখি এত লোকে আমার নাম ও ১৮ নম্বর লেখা জার্সি পরে। বিষয়টা কেমন কাল্পনিক মনে হয়। কেননা কখনও ভাবিনি আমি এমন একটা জায়গায় এসে পৌঁছতে পারব। যখন ছোট ছিলাম, একটা সময় পর্যন্ত আমি নিজেই আমার হিরোর জার্সি পরার কথা ভাবতাম।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.