২০২১ সালে নভেম্বরে যমজ সন্তানের মা হয়েছে প্রীতি জিন্টা। এখন তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে খুবই ব্যস্ত। পাশাপাশি বাচ্চারা ছোট থাকায় তাদের ছেড়ে ভারতে আসতে পারছেন না প্রীতি। আর এই খবর প্রীতি নিজে টুইট করে জানিয়েছেন।
তবে নিজে আসতে না পারলেও, মেগা নিলামের আগে পঞ্জাব কিংসের বাকিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন প্রীতি। ভারতের বাইরে থেকেও, গত কয়েক দিন ধরে তিনি নিলাম নিয়ে মারাত্মক ব্যস্ত ছিলেন। সবার সঙ্গে দফায় দফায় আলোচনা করে একটি ছক তৈরি করে দিয়েছেন। পাশাপাশি কোন প্লেয়ারকে দলে নেওয়া যায়, তার জন্য পঞ্জাব কিংসের ভক্তদের কাছেও পরামর্শ চেয়েছেন প্রীতি।
টুইটে প্রীতি লিখেছেন, ‘এই বছর আমি আইপিএল নিলাম মিস করতে চলেছি কারণ আমি আমার বাচ্চাদের ছেড়ে ভারতে যেতে পারছি না। গত কয়েক দিন আমাদের দলের সঙ্গে নিলাম এবং ক্রিকেটের সমস্ত বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল৷ আমি আমাদের ভক্তদের কাছে পরামর্শ চাইব, কোন খেলোয়াড়কে দলে নেওয়া যায়।’
এই বছর মোট ৫৯০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। যাঁদের মধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার রয়েছে এবং ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। বিদেশিদের মধ্যে আইসিসির সহযোগী দেশের মোট ৭ জন ক্রিকেটার রয়েছেন লিস্টে। পাশাপাশি ২৮ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকা রয়েছেন নিলামের তালিকায়। ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ৩৫৫ জন ঘরোয়া ক্রিকেটার অংশ নেবেন নিলামে। ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস সর্বোচ্চ ২ কোটি টাকা। ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা। ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস ১ কোটি টাকা। এছাড়া ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ, ৩০ লক্ষ ও ২০ লক্ষ টাকা নূন্যতম মূল্যের ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়।