বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: 'মানুষের থেকে যেভাবে কথা শুনতে চাও….' গম্ভীরকে পাশে নিয়ে কী বার্তা দিলেন নবীন?

IPL 2023: 'মানুষের থেকে যেভাবে কথা শুনতে চাও….' গম্ভীরকে পাশে নিয়ে কী বার্তা দিলেন নবীন?

গৌতম গম্ভীর ও নবীন উল হক। ছবি- ইনস্টাগ্রাম 

বিরাটের সঙ্গে ঝামেলায় জড়ানোর পর সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন নবীন উল হক। ঠিক কয়েক দিনের মধ্যেই ফের একবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন এই ক্রিকেটার।

প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির ঝামেলার। ৩ মে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনউ সুপার জায়ান্টস। সেই হাইভোল্টেজ ম্যাচ সরগরম হয়ে ওঠে। প্রথমে ম্যাচ চলাকালীন নবীন উল হকের সঙ্গে বিরাট কোহলির ঝামেলা। আবার ম্যাচের পর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে তর্কাতর্কি। সেই ম্যাচ নিয়ে বেশ সরগরম হয় ভারতীয় ক্রিকেট। এই ঘটনার কয়েক দিন আগে ঘটে গেলেও এর রেশ এখনও কাটেনি তা বোঝা যাচ্ছে। সম্প্রতি নবীন উল হকের একটি ইনস্টাগ্রাম পোস্ট ফের সেই ঘটনারকে উসকে দিয়েছে।

শনিবার লখনউ সুপার জায়ান্টসের বোলার নবীন উল হক গৌতম গম্ভীরের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, 'মানুষের সঙ্গে তুমি যেভাবে কথা শুনতে চাও সেভাবে কথা শোনো। মানুষের সঙ্গে কথা বলো যেভাবে তুমি কথা বলতে চাও।' এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই গৌতম গম্ভীর সেখানে নিজের বক্তব্য দেন। তিনি বলেন, 'তুমি যে রকম সেই রকমই থাকো। কখনও বদলে যেও না।'‌

 

যেদিন নবীন এবং গৌতম গম্ভীর এই পোস্ট করছেন সেই দিনই অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে ব্যাঙ্গালোর হারলেও বিরাট কোহলি ৪৬ বলে ৫৫ রান করেন। তার সঙ্গে সঙ্গে মহিপাল লোমরর আইপিএলে নিজের সেরা ইনিংস খেলে যান। ২৯ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। যার ফলে চার উইকেট হারিয়ে ১৮১ রানে পৌঁছে যায় বিরাট কোহলিরা। কিন্তু গ্রুপ ম্যাচের শেষের দিকে সবকিছু হারিয়ে আক্রমনাত্মক হয়ে উঠেছে দিল্লি। ১৬ ওভার চার বলে সেই রান তুলে ফেলে, দিল্লির ব্যাটাররা।

ব্যাঙ্গালোরের এই হারের ফলে তাদের প্লে অফের যাওয়ার রাস্তা আরো কঠিন হলো। সেই দিনই নবীন উল হকের এই ইনস্টাগ্রাম পোস্ট আরও বিতর্ক বাড়িয়েছে। ৩মে রাতে প্রথমে নবীন উল হকের সঙ্গে বিরাট কোহলির তর্কাতর্কির পর যে ঝামেলা হয়, ঠিক তার পরদিনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন নবীন। সেখানে তিনি লেখেন, 'তুমি যার যোগ্য, তাই পাবে।' নবীন যে বিরাটকে উদ্দেশ্য করেই সেই কথা বলেছিলেন তা বোঝাই গিয়েছে। কিন্তু এই দিনের এই পোস্ট যে ফের জল্পনার সৃষ্টি করল, তা বলার অপেক্ষা রাখে না।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন