বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > SRH ছেড়ে লখনউ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন ট্রেভর বেলিস: রিপোর্ট

SRH ছেড়ে লখনউ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন ট্রেভর বেলিস: রিপোর্ট

ট্রেভর বেলিস।

বুধবার আচমকাই সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বেলিস। বেলিসের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছেন হায়দরাবাদের এক কর্মকতা। বেলিস নাকি আইপিএলের নতুন টিম লখনউ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর।

শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলের আসন্ন মরশুমের উন্মাদনার পারদ ইতিমধ্যেই চড়চড় করে চড়তে শুরু করেছে। রিটেনশন তালিকা প্রকাশ করে ফেলেছে আটটি পুরনো ফ্র্যাঞ্চাইজি। আর এই তালিকা প্রকাশের পরের দিন কোচের পদ থেকে একে একে ইস্তফা দেওয়ার যেন হিড়িক লেগেছে। পঞ্জাব কিংস দলের সহকারী কোচের দায়িত্ব আগেই ছেড়েছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। এ বার তাঁর দেখানো পথে হেঁটেই সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন ট্রেভর বেলিস।

জানা গিয়েছে, বেলিস নাকি আইপিএলের নতুন টিম লখনউ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন। বুধবার আচমকাই সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বেলিস। বেলিসের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছেন হায়দরাবাদের এক কর্মকতা। প্রাক্তন এই ইংলিশ কোচের জায়গায় নতুন কোচ খোঁজার কাজ  ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ফ্লাওয়ার এবং বেলিসের কাছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির তরফে লোভনীয় প্রস্তাব রয়েছে। বেলিসের নাম যুক্ত হয়েছে লখনউয়ের সঙ্গে। আর সেই কারণেই আচমকা এই সিদ্ধান্ত। 

কোচ হিসেবে আইপিএলে যথেষ্ট সাফল্যে পেয়েছেন বেলিস। ২০১২ এবং ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের কোচের দায়িত্বেও ছিলেন বেলিস। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর পর হায়দরাবাদে যোগ দিয়েছিলেন ৫৮ বছর বয়সি এই কোচ। অনেকের মতে, হায়দরাবাদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন গ্যারি কার্স্টেন এবং ড্যানিয়েল ভেত্তোরির মতো প্রাক্তন তারকারা।

বন্ধ করুন