বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: নাইটদের হয়ে ভালো পারফরম্যান্স করেই শেষ বিশ্বকাপ খেলতে চান উমেশ

IPL 2023: নাইটদের হয়ে ভালো পারফরম্যান্স করেই শেষ বিশ্বকাপ খেলতে চান উমেশ

উমেশ যাদব। ছবি-এএনআই 

চলতি বছরের শেষে ভারতের মাটিতে বসবে ওডিআই বিশ্বকাপের আসর। আর সেই বিশ্বকাপে শেষবারে মতো নামতে চান উমেশ যাদব। 

সদ্য শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে বল হাতে বেশ ভালো পারফরম্যান্স করেন উমেশ যাদব। বিশেষ করে ইন্দোর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। ভারতীয় টেস্ট দলে জায়গা হলেও ওডিআই বা টি-টোয়েন্টিতে তাঁর জায়গা হয় না। ফের ভারতের জার্সি গায়ে ওডিআই দলে কামব্যাক করতে চান উমেশ। এই শপথ নিয়েই কেকেআরের হয়ে মাঠে নামছেন ভারতীয় এই পেসার। সেই সঙ্গে তিনি এও জানিয়ে রাখলেন, যদি অসন্ন ওডিআই বিশ্বকাপ দলে সুযোগ পান, তাহলে সেটাই হবে তাঁর শেষ বিশ্বকাপ।

এই মরশুমে নাইটদের বোলিং লাইনআপে গুরু দায়িত্ব পালন করতে হবে উমেশকে। ফলে তাঁর কাছে জাতীয় দলে কামব্যাক করার একটা সুযোগ রয়েছে। এক সাক্ষাৎকারে উমেশ বলেন, 'এবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ ফলে আমি চেষ্টা করব যাতে এই বিশ্বকাপে আমি অংশ নিতে পারি। কারণ এরপর ওডিআই বিশ্বকাপ আবার চার বছর পর হবে। ফলে সেই বিশ্বকাপে আমার খেলার সম্ভাবনা নেই। তাই আমি চাইব শেষবার ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপে নামতে।'

এই মুহূর্তে ওডিআই দলে সুযোগ সেই ভাবে পান না উমেশ। সেই দিকও মাথায় রেখেছেন তিনি। উমেশ বলেন, 'এবারের আইপিএল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কেকেআর যে সুযোগটা আমায় দিয়েছে তার মর্যাদা রাখতেই হবে। ফলে দায়িত্ব নিয়ে আমাকে খেলতে হবে। সমর্থক থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি আমার দিকে তাকিয়ে থাকবে। ফলে আমাকে নিজের দায়িত্ব পালন করতেই হবে। সেই সঙ্গে কেকেআরের হয়ে ভালো খেলে জাতীয় দলে কামব্যাক করতে চাই আমি।'

একটা সময় সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন উমেশ। কিন্তু বর্তমানে সাদা বলের ক্রিকেটে তেমন ভাবে দেখা যায় না। ফলে জাতীয় দলে কামব্যাক যে বেশ কঠিন হবে, তা মেনে নিয়েছেন নাইটদের এই পেসার। কেকেআরের এই পেসার বলেন, 'ওডিআইতে কামব্য়াক করা মোটেই সহজ হবে না আমার। কারণ অনেকেই এখন ভালো খেলছে। ফলে সবাই চাইবে বিশ্বকাপে খেলতে। আমিও তাই চাই। তবে আমি এই নিয়ে বেশি কিছু ভাবতে চাই না। মন দিয়ে খেলে যেতে চাই এবং নিজের ফর্ম বজায় রাখতে চাই। যাতে কোনও চাপ আমার পারফরম্যান্সে ব্যঘাত না ঘটায়।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.