গতবছর আইপিএলে গুটিকয়েক ম্যাচ খেলেই হায়দরাবাদ সানরাইডার্সের ম্যানেজমেন্টের মন জয় করেছিলেন। ৪ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেনও করা হয়েছিল। এবছর শুরুটা সেভাবে ভালো না হলেও তাঁর গতিতে মুগ্ধ সবাই। শেষ পর্যন্ত পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজের জাত চেনান ‘কাশ্মীর এক্সপ্রেস’ উমরান মালিক। ইনিংসের শেষ ওভারে কোনও রান না দিয়ে তিন উইকেট তুলে অনন্য নজির গড়েন। পাশাপাশি খুব সম্ভত ভারতীয় দলে যাওয়ার রাস্তাও প্রশস্ত করেন উমরান।
ধারাবাহিক ভাবে ১৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বোলারকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে যে উত্তেজনা দেখা দিয়েছে, তা স্পষ্ট। সতীর্থ ভূবনেশ্বর কুমার, মেন্টর ডেল স্টেন থেকে প্রাক্তন হরভজন সিং, সবাই মুগ্ধ উমরানে। এই আবহে জুন মাসেই উমরানকে ভারতীয় জার্সিতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। জুন মাসে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে মোট ৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার কথা ভারতে। সেই সিরিজে উমরানের গতি দেখা যেতে পারে বলে কানাঘুষো শুরু হয়েছে।
এর আগে গত টি-২০ বিশ্বকাপের সময় উমরান মালিক ভারতীয় দলের নেট বোলার ছিলেন। এবার সরাসরি তাঁকে দলে নেওয়ার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আগামী টি-২০ বিশ্বকাপ। সেখানে উমরানের গতি অনেকের জন্যই মাথা ব্যথার কারণ হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিকে উমরানের পাশাপাশি টি নটরাজন এবং অর্শদ্বীপ সিংকেও বিশ্বকাপের আগে ভারতীয় দলে সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আইপিএল-এ ভালো খেলার দরুণ এই সুযোগ পেতে পারেন তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।