উমরান মালিকের গতি দেখে মুগ্ধ ডেল স্টেন, ইরফান পাঠান, ইয়্যান বিশপরা। শীঘ্রই ভারতীয় দলে উমরান জায়গা পেতে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এহেন উমরান আরও জোরে এবং ধারাবাহিক ভাবে আরও ভালো বল করতে চান বলে জানালেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে কাশ্মীর এক্সপ্রেস দাবি করেন, তিনি নিজেই নিজের আইডল। তবে জস্প্রীত বুমরাকে দেখে তিনি অনুপ্রাণিত হন বলে জানান। পাশাপাশি বুমরাকে দেখে তিনি শেখার চেষ্টা করেন বলেও জানান উমরান।
উমরান মালিক জানান যে ২০১৮ সালে প্রথম তিনি বুঝতে পারেন যে তাঁর কাছে গতি রয়েছে। স্থানীয় টেনিস বল টুর্নামেন্ট খেলেই তিনি নিজের প্রতিভার সন্ধান পান। এরপর জম্মু ও কাশ্মীর অনূর্ধ্ব ১৯ দলের ট্রায়ালে যান উমরান। আবদুল সামাদ সেই সময় উমরানের বলের ভিডিয়ো করে সানরাইজার্স হায়দরাবাদকে পাঠান। মালিক বলেন, ‘আমাকে কেউ যদি বলে আমি ধীরে বল করছি তাহলে আমে তেতে যাই। আরও জোরে বল করার চেষ্টা করি। আমি ব্যাটসম্যানদের হেলমেটে বল মারতে পছন্দ করি। কারণ এতে বোঝা যায় যে আমি ব্যাটসম্যানকে হারিয়ে দিয়েছি। এবং এরপর সেই ব্যাটসম্যান ভয়ও পেয়ে যায়।’
এদিকে ডেল স্টেনের সঙ্গে কাজ করা প্রসঙ্গে উমরান বলেন, ‘তিনি আমাদের অনেক কিছু শেখান। তাঁর মতো এক কিংবদন্তিকে ডাগআউটে পাওয়া সৌভাগ্যের বিষয়।’ পাশাপাশি অধিনায়ক কেন উইলিয়মসনের প্রশংসাও করেন উমরান। তিনি বলেন, ‘উইলিয়মসন যেভাবে বোলারদের সব সময় সমর্থন দিয়ে চলেন তাতে মনোবল বাড়ে।’ পাশাপাশি জম্মু ও কাশ্মীর রঞ্জি দলের কোচ হিসেবে ইরফান পাঠান তাঁকে অনেক সাহায্য করেছিলেন বলে জানান উমরান। তাছাড়া উমরান জানান যে ধীরে ধীরে তিনি টি-২০ ক্রিকেটের জন্য স্লোয়ার বল বা নাকল বল শেখার চেষ্টা করছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।