বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023 Points Table: রোহিতরা যাবেন নাকি কোহলিরা, ঠিক হবে রবিবার, আশা ক্ষীণ KKR, RR, PBKS-এর

IPL 2023 Points Table: রোহিতরা যাবেন নাকি কোহলিরা, ঠিক হবে রবিবার, আশা ক্ষীণ KKR, RR, PBKS-এর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের রাস্তা আরও জটিল করে তুলল।

সানরাইজার্সকে হারিয়ে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চারে উঠে এসেছে আরসিবি। মুম্বইয়ের পয়েন্টও ১৩ ম্যাচে ১৪। তবে রানরেটে পিছিয়ে তারা রয়েছে পাঁচে। এ দিকে লিগ টেবলের সমীকরণ যা তাতে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংসের ঘাড়ে খাড়া ঝুলছে।

সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে নামার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্লে-অফে জেতে হলে প্রথমে বাকি দুই ম্যাচ জিততেই হত। পরে ছিল রানরেটের গল্প। হায়দরাবাদকে হারিয়ে একটি হার্ডল পার করে গিয়েছে সানরাইজার্স। এর পর তাদের লিগ পর্বের শেষ ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। যারা ইতিমধ্যে ২০২৩ আইপিএলের প্রথম এবং একমাত্র দল হিসেবে প্লে-অফে পৌঁছে গিয়েছে। রবিবার এই ম্যাচে জিততেই আরসিবি-কে।

সানরাইজার্সকে হারিয়ে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চারে উঠে এসেছে আরসিবি। মুম্বইয়ের পয়েন্টও ১৩ ম্যাচে ১৪। তবে রানরেটে পিছিয়ে তারা রয়েছে পাঁচে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বই। এই ম্যাচটি মুম্বইকে বড় ব্যবধানে জিততে হবে। কারণ রানরেটের অঙ্কের কথা ভাবতে হবে। আরসিবি-কে টপকাতে হলে রানরেট ভালো রাখতেই হবে রোহিত শর্মাদের।

আরও পড়ুন: জিততেই হবে, জ্বলে উঠলেন ফ্যাফ-কোহলি, ঘরের বাইরে সবচেয়ে বড় রান তাড়া করার নজির গড়ল RCB

এ দিকে লিগ টেবলের দুই এবং তিনে রয়েছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। দুই দলই ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। তাদের পয়েন্ট ১৬ করে। দুই দল শেষ ম্যাচ জিতলেই পৌঁছে যাবে প্লে-অফে। রানরেটে যে দল এগিয়ে থাকবে, তারা দুইয়ে শেষ করতে পারবে। তাই রানরেট ভালো থাকাটা গুরুত্বপূর্ণ।

তবে লিগ টেবলের সমীকরণ যা তাতে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংসের ঘাড়ে খাড়া ঝুলছে। তাদের প্লে-অফের আশা কার্যত শেষ। অঘটন কিছু না ঘটলে নাইটদের প্লে-অফে ওঠার কোনও সুযোগই নেই।

আরও পড়ুন: খুব বেশি অভিনব শট খেলি না.. টেকনিক ঠিক রাখতে হবে- IPL-এর মাঝেই WTC ফাইনালের ভাবনায় ডুবে কোহলি

এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:

১) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ১৩, জয়: ৯, পরাজয়: ৪, ড্র:০, পয়েন্ট: ১৮, নেট রানরেট: ০.৮৩৫

২) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ১৩, জয়: ৭, পরাজয়: ৫, ড্র: ১, পয়েন্ট: ১৫, নেট রানরেট: ০.৩৮১

৩) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ১৩, জয়: ৭, পরাজয়: ৫, ড্র: ১, পয়েন্ট: ১৫, নেট রানরেট: ০.৩০৪

৪) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ১৩, জয়: ৭, পরাজয়: ৬, ড্র:০, পয়েন্ট: ১৪, নেট রানরেট: ০.১৮০

৫) টিম- মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ: ১৩, জয়: ৭, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ১৪, নেট রানরেট: -০.১২৮

৬) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ১৩, জয়: ৬, পরাজয়: ৭, ড্র:০, পয়েন্ট: ১২, নেট রানরেট: ০.১৪০

৭) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ১৩, জয়: ৬, পরাজয়: ৭, ড্র:০, পয়েন্ট: ১২, নেট রানরেট: -০.২৫৬

৮) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ১৩, জয়: ৬, পরাজয়: ৭, ড্র:০, পয়েন্ট: ১২, নেট রানরেট: -০.৩০৮

৯) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ১৩, জয়: ৫, পরাজয়: ৮, ড্র: ০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৫৭২

১০) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ১৩, জয়: ৪, পরাজয়: ৯, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৫৫৮

বন্ধ করুন