রবিবার ডাবল হেডারের ২টি ম্যাচই ছিল সমান উত্তেজনাপূর্ণ। প্রথম ম্যাচটি ছিল দুই পাণ্ডিয়া ভাইয়ের লড়াই। গুজরাট টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে বাজিমাত করেন হার্দিক পাণ্ডিয়া। ক্রুনালের দলকে হারিয়ে তারা প্লে-অফের জায়গা কার্যত পাকা করে ফেলল।
অন্যটি ম্যাচটির উত্তজেনা পৌঁছয় শেষ বল পর্যন্ত। রাজস্থান রয়্য়ালস বনাম সানরাইজার্স ম্যাচের শেষ বলেই লুকিয়ে ছিল নাটকের ক্লাইম্যাক্স। শেষ যে বলে রাজস্থান ম্যাচ জিতে যায়, সেটি ‘নো’ হওয়ায় ফ্রি-হিট পায় সানরাইজার্স। আর সেই বলে হয় ছয় রান। ম্যাচ জিতে আইপিএল লিগ টেবলে অক্সিজেন পেল হায়দরাবাদ।
হায়দরাবাদ ফের দিল্লিকে লিগ টেবলের লাস্টবয় করে নিজেরা উঠে এল নয়ে। রাজস্থান ম্যাচ হারলেও চারেই রয়ে গেল। গুজরাট টাইটান্স আবার তাদের এক নম্বর জায়গাটা আরও মজবুত করে ফেলল। আর লখনউ ম্যাচ হারের পরেও তিন রয়ে গিয়েছে। তবে তাদের ভিত কিন্তু নড়ে গিয়েছে। বাকি দলের পজিশনের কোনও পরিবর্তন হয়নি।
আরও পড়ুন: আপনাদের কী আরও রান করা উচিত ছিল- প্রশ্ন শুনেই চটলেন সঞ্জু- ভিডিয়ো
এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:
১) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ১১, জয়: ৮, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ১৬, নেট রানরেট: ০.৯৫১
২) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ১১, জয়: ৬, পরাজয়: ৪, ড্র: ১, পয়েন্ট: ১৩, নেট রানরেট: ০.৪০৯
৩) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ১১, জয়: ৫, পরাজয়: ৫, ড্র: ১, পয়েন্ট: ১১, নেট রানরেট: ০.২৯৪
৪) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ১১, জয়: ৫, পরাজয়: ৬, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: ০.৩৮৮
৫) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৫, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.২০৯
৬) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৪৫৪
৭) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৫, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৪৭২
৮) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ১০, জয়: ৪, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.১০৩
৯) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ১০, জয়: ৪, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৪৭২
১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ১০, জয়: ৪, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৫২৯
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।