পঞ্জাব কিংসের বিরুদ্ধে অর্ধশতরান করতেই গিলকে টপকে কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে চলে এলেন যশস্বী জয়সওয়াল। সেই সঙ্গে বেগুনি টুপির জন্য মহম্মদ শামির সঙ্গে টক্কর দিচ্ছেন রশিদ খান।
1/10আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন ফাফ ডু'প্লেসি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও বড় রান পেয়েছেন তিনি। ফলে ১৩ ম্যাচে ৭০২ রান করে কমলা টুপির দৌড়ে সবার প্রথমে রয়েছেন আরসিবির এই ব্যাটার। তাঁর ব্যাটিং গড় ৫৮.৫০। সর্বোচ্চ রান ৮৪। ছবি- এএফপি
2/10
এবারের আইপিএলে ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই বড় রান করে চলেছেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল। শেষ ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও অর্ধশতরান করেন তিনি। আর সেই সঙ্গে কমলা টুপির দৌড়ে গিলকে টপকে দ্বিতীয় স্থানে চলে এলেন এই তরুণ। এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে ৬২৫ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৪৮.০৮। সর্বোচ্চ ১২৪। (ছবি-এএনআই)
3/10কমলা টুপির তালিকায় তিন নম্বরে নেমে এলেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। ১৩ ম্যাচে তাঁর সংগ্রহ ৫৭৬ রান। তাঁর গড় ৪৮.০০। স্ট্রাইকরেট ১৪৬.১৯। সর্বোচ্চ ১০১ রান।
4/10সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান পয়েছেন বিরাট কোহলি। আর তাতেই কমলা টুপির দৌড়ি ফের এগিয়ে এসেছেন। এই মুহূর্তে কমলা টুপির তালিকায় চারে উঠে এসেছেন তিনি। তাঁর সংগ্রহ এখন ১৩ ম্যাচে ৫৩৮ রান। গড় ৪৪.৮৩। স্ট্রাইকরেট ১৩৫.৮৫। সর্বোচ্চ ১০০।
5/10চেন্নাই সুপার কিংসের ডেভন কনওয়ে ১৩ ম্যাচে মোট ৪৯৮ রান করেছেন। তিনি অরেঞ্জ ক্যাপের তালিকায় পাঁচে রয়েছেন। সর্বোচ্চ রান অপরাজিত ৯২। স্ট্রাইকরেট ১৩৪.৫৯। গড় ৪৯.৮০।
6/10মহম্মদ শামি বেগুনি টুপির তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছেন। প্রতি ম্যাচেই উইকেট নিয়ে চলেছেন তিনি। এই মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ১৩ ম্যাচে ২৩টি উইকেট তিনি নিয়ে ফেলেছেন। মোট ৫১ ওভার বল করে ৩৮৫ রান দিয়েছেন। সেরা পারফরম্যান্স ১১ রানে ৪ উইকেট। ইকোনমি রেট ৭.৫৪। (ছবি-এপি)
7/10গুজরাট টাইটানসের আরও এক বোলার বেগুনি টুুপির দৌড়ে রয়েছেন। তিনি হলেন রশিদ খান। ১৩ ম্যাচে ২৩টি উইকেট তিনি নিয়ে ফেলেছেন। তবে রান তিনি কিছুটা বেশি দিয়েছেন। মোট ৫২ ওভার বল করে ৪১৪ রান দিয়েছেন রশিদ। সেরা পারফরম্যান্স ৩০/৪। ইকোনমি রেট ৭.৯৬।
8/10বেগুনি টুপির লড়াই তিনে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। তিনি ১৪ ম্যাচে ২১টি উইকেট তুলেছেন। মোট ৫২.৫ ওভার বল করে ৪৩২ রান দিয়েছেন রশিদ। সেরা পারফরম্যান্স ১৭/৪। ইকোনমি রেট ৮.১৭। ছবি- এএফপি।
9/10কেরিয়ারের অন্তিম পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের পীযূষ চাওলা বেগুনি টুপির লড়াই চার নম্বরে রয়েছেন। তিনি ১৩ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন। মোট ৫০ ওভার বল করে ৩৮৩ রান দিয়েছেন পিযূষ। সেরা পারফরম্যান্স ২২/৩। ইকোনমি রেট ৭.৬৬।
10/10বেগুনি টুপির লড়াই পাঁচে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। তিনি ১৩ ম্যাচে ১৯টি উইকেট পকেটে তুলেছেন। মোট ৪৮.৪ ওভার বল করে ৩৯১ রান দিয়েছেন বরুণ। সেরা পারফরম্যান্স ১৫/৪। ইকোনমি রেট ৮.০৩। ছবি- এএফপি