IPL 2022-এর মেগা নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ধরে রাখে কোটি কোটি টাকার বিনিময়ে। বেশিরভাগ ক্রিকেটারই দলের আস্থার মর্যাদা রাখতে পেরেছেন। তবে নির্ভরতা দিতে পারেননি অনেকেই। দেখে নিন কারা এখনও পর্যন্ত হতাশ করেছেন নিজেদের ফ্র্যাঞ্চাইজিকে।
1/6যশস্বী জসওয়ালকে এবছর মেগা নিলামের আগে ৪ কোটি টাকার বিনিময়ে ধরে রাখে রাজস্থান রয়্যালস। বিস্তর সম্ভাবনা থাকা সত্ত্বেও তরুণ ওপেনার নির্ভরতা দিতে পারেননি দলকে। ফলে ৩টি ম্যাচ খেলেই বাদ পড়তে হয় তাঁকে। ৩ ম্যাচে সাকুল্যে ২৫ রান সংগ্রহ করেছেন তিনি।
2/6সানরাইজার্স হায়দরাবাদ কেন উইলিয়ামসনের পাশাপাশি রিটেন করে জম্মু-কাশ্মীরের দুই তরুণ ক্রিকেটার আব্দুল সামাদ (৪ কোটি) ও উমরান মালিককে (৪ কোটি)। উমরান ফ্র্যাঞ্জাইজির হয়ে রং ছড়াচ্ছেন। মাত্র ২টি ম্যাচ খেলেই বাদ পড়েছেন সামাদ। ২ ম্যাচে তাঁর সার্বিক সংগ্রহ মোটে ৪ রান। ১ ওভার বল করেছেন। তবে উইকেট পাননি।
3/6রাবাদাকে ছেড়ে দিয়ে দিল্লি ক্যাপিটালস ধরে রাখে এনরিখ নরকিয়াকে। তবে এখনও পর্যন্ত ১টি মাত্র ম্যাচেই তাঁকে মাঠে নামাতে পেরেছে ক্যাপিটালস। কোয়ারান্টাইনের জন্য শুরুর দিকের ম্যাচগুলিতে মাঠে নামতে পারেননি তিনি। পরে ফিটনেস সমস্যায় মাঠের বাইরে থাকতে হচ্ছে প্রোটিয়া পেসারকে। চলতি আইপিএলে ২.২ ওভার বল করে ৩৫ রান খরচ করেন নরকিয়া। কোনও উইকেট পাননি। বাকি টুর্নামেন্টে ছবিটা না বদলালে দিল্লির সাড়ে ৬ কোটি টাকা জলে গেল বলে ধরে নেওয়াই যায়।
4/6চেন্নাই সুপার কিংস নিলামের আগে মইন আলিকে ধরে রাখে ৮ কোটি টাকার বিনিময়ে। যদিও ব্রিটিশ তারকাকে সব ম্যাচে মাঠে নামাতে পারেনি সিএসকে। মইন চেন্নাইয়ের হয়ে এবছর মোট ৫টি ম্যাচে মাঠে নেমেছেন। সংগ্রহ করেছেন ৮৭ রান। কোনও উইকেট নিতে পারেননি।
5/6গিল-ত্রিপাঠীকে ছেড়ে দিয়ে বেঙ্কটেশ আইয়ারকে ৮ কোটি টাকার বিনিময়ে রিটেন করে কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচে মাঠে নেমে আইয়ার সাকুল্যে ১৩২ রান সংগ্রহ করেন। ৩টি ম্যাচে এক ওভার করে বল করে কোনও উইকেট নিতে পারেননি। ফলে রাজস্থানের বিরুদ্ধে দলের দশম লিগ ম্যাচে বাদ পড়তে হয় আইয়ারকে।
6/6বরুণ চক্রবর্তীকেও ৮ কোটি টাকায় রিটেন করে কলকাতা। তিনি ৮টি ম্যাচে সাকুল্যে ৪টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি রান খচর করেছেন প্রায় ৯ করে। ফলে তাঁকেও বাদ পড়তে হয় কেকেআরের প্রথম একাদশ থেকে।