২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২২ এর আসর। এবার এই টুর্নামেন্ট চলবে ২৯ মে পর্যন্ত। লিগের ১৫তম আসরে ১০টি দলকে খেলতে দেখা যাবে। সব দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে টুর্নামেন্টের নতুন নিয়ম মেনে ম্যাচ খেলবে। একটি দল একটি গ্রুপের দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপের দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। এভাবে প্রতিটি দল গ্রুপ লিগে ১৪টি করে ম্যাচ খেলবে। লিগ শুরু হতে হাতে সময় আর বেশি নেই, তাই এখন থেকেই প্রোমো ভিডিয়ো প্রকাশ করল ম্যাচ সম্প্রচারকারী চ্যানেল।
এই ভিডিয়োতে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নতুন অবতারে দেখা যাচ্ছে। প্রোমো ভিডিয়োতে ধোনিকে একজন ড্রাইভারের ভূমিকায় দেখা যাচ্ছে। এই প্রোমোটি স্টার স্পোর্টস নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা আছে- সাথে থাকুন। ৫ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা যায় ধোনি চশমা পরে আছেন। ভিডিয়োতে তির্যক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন মাহি।
আসন্ন আইপিএলে মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। এর মধ্যে ৭০টি লিগ রাউন্ডে খেলা হবে এবং বাকি চারটি ম্যাচ প্লে অফ খেলা হবে। মহারাষ্ট্রে লিগ রাউন্ডের ম্যাচগুলি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। লিগ রাউন্ডের ম্যাচগুলো হবে মুম্বইয়ের তিনটি স্টেডিয়ামে এবং একটি পুনেতে। একইসঙ্গে প্লে-অফের ম্যাচগুলো আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।
লিগ পর্বের ৫৫টি ম্যাচ মুম্বইয়ে এবং ১৫টি ম্যাচ পুনেতে খেলা হবে। লিগের জন্য চারটি স্টেডিয়াম চিহ্নিত করা হয়েছে। ২০টি ম্যাচ ওয়াংখেড়েতে, ১৫টি ব্রেবোর্ন স্টেডিয়ামে, ২০টি ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে এবং ১৫টি ম্যাচ পুনের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের আইপিএল-এর ফর্ম্যাটটি হল, ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে পাঁচটি দল এবং গ্রুপ ‘বি’-তে রয়েছে পাঁচটি দল। গ্রুপ রাউন্ডে একটি দলকে কমপক্ষে ১৪টি ম্যাচ খেলতে হবে। নিজেদের গ্রুপের দলগুলি একে অপরের বিরুদ্ধে দু’বার খেলার সুযোগ পাবেন। অন্য গ্রুপের যেকোনো একটি দলের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলতে হবে। এরপর দ্বিতীয় গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।