বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ভিডিয়ো: চিপকের গ্রাউন্ড স্টাফদের মন জিতলেন এমএস ধোনি, সকলের হাতে অটোগ্রাফ ও উপহার তুলে দিলেন

ভিডিয়ো: চিপকের গ্রাউন্ড স্টাফদের মন জিতলেন এমএস ধোনি, সকলের হাতে অটোগ্রাফ ও উপহার তুলে দিলেন

এভাবেই গ্রাউন্ড স্টাফদের মন জিতলেন এমএস ধোনি (ছবি-টুইটার)

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনির চলতি মরশুমটা এখনও পর্যন্ত দারুণ কেটেছে। মাঠের মধ্যে ও মাঠের বাইরে তিনি সকলের মন জয় করেছেন। এবার ধোনির একটি ছোট ভিডিয়ো সামনে এসেছে, যেখানে তাঁকে CSK-এর হোম গ্রাউন্ডের (এমএ চিদাম্বরম) মাঠের স্টাফদের সঙ্গে দেখা গিয়েছে।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনির চলতি মরশুমটা এখনও পর্যন্ত দারুণ কেটেছে। মাঠের মধ্যে ও মাঠের বাইরে তিনি সকলের মন জয় করেছেন। এবার ধোনির একটি ছোট ভিডিয়ো সামনে এসেছে, যেখানে তাঁকে CSK-এর হোম গ্রাউন্ডের (এমএ চিদাম্বরম) মাঠের স্টাফদের সঙ্গে দেখা গিয়েছে। হোম গ্রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলার পরে সেখানকার কাজ করা গ্রাউন্ড স্টাফদের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। 

মহেন্দ্র সিং ধোনি তাদে সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। সেই ভিডিয়ো চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। ধোনি আইপিএল ২০২৩ এর সময় তাদের কঠোর পরিশ্রমের জন্য গ্রাউন্ড স্টাফদের পুরস্কৃত করেছিলেন এবং তাদের সঙ্গে সময় কাটানোর পরে অটোগ্রাফ স্বাক্ষর দিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের পক্ষে গ্রাউন্ড স্টাফের প্রায় ২০ জন সদস্যের হাতে ধোনি নগদ পুরস্কারও তুলে দেন।

আরও পড়ুন… দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছেন বাবর আজম! সমালোচনার মুখে পাকিস্তানের ক্যাপ্টেন

এমএস ধোনির সঙ্গে দেখা করার পরে এবং তাঁর অটোগ্রাফ নেওয়ার পরে গ্রাউন্ড স্টাফ সদস্যরা খুব আবেগপ্রবণ হয়েছিলেন। ধোনির সঙ্গে দেখা করার পরে তাদের অনেকের মুখে আলাদা আভা ছিল এবং এই সময় ধোনি তাদের সঙ্গে কথাও বলেছিলেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক সেই সময়ে একটি করে খাম গ্রাউন্ড স্টাফদের হাতে তুলে দেন। অনেকেই মনে করছেন তার মধ্যে নগদ পুরস্কারের মতো কিছু ছিল। ধোনিকে সবসময় ভারতের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

আরও পড়ুন… ফাইনালে MI-এর সঙ্গে যেন না খেলতে হয়, রোহিতদের ভয় পাচ্ছেন CSK-এর বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো

উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালের পর এই প্রথম চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে তাদের ম্যাচ খেলেছে। কারণ টুর্নামেন্টটি হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হয়েছিল। চিপকে চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৩-এর জন্য এক মাসের প্রশিক্ষণ ক্যাম্পের পরে আটটি হোম ম্যাচ খেলেছে। চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে খেলা ৭টি লিগ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে, যখন প্রথম কোয়ালিফায়ারে দলটি গুজরাট টাইটানসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস রবিবার আইপিএল ২০২৩ ফাইনালের জন্য আমদাবাদে থাকবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে গুজরাট টাইটানস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যকার কোয়ালিফায়ার 2-এর বিজয়ীর মুখোমুখি হবে চার বারের চ্যাম্পিয়নরা। চেন্নাই রেকর্ড ১০ বারের মতো আইপিএলের ফাইনালে পৌঁছেছে, যেখানে তারা ২৮ মে পঞ্চমবারের মতো শিরোপা জয়ের দাবি উপস্থাপন করবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন