এবারের আইপিএলে শতরানের ফুলঝুড়ি ঘটছে। পরপর দুই ম্যাচে শতরান করে রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। সেই পথেই হেঁটে শুভমন গিলও শতরান করলেন। এবারের আইপিএলে দ্বিতীয় শতরান করলেন গুজরাট টাইটানসের ওপেনার। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৯৮ রান তাড়া করতে নেমে ৫২ বলে ১০৪ রানের ইনিংস খেললেন তিনি। গিলের এই ইনিংসটি সাজানো ছিল ৫টি বাউন্ডারি এবং ৮টি ওভার বাউন্ডারির মাধ্যমে।
আরসিবি ম্যাচের ঠিক আগেই নিজেদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করেন। ঠিক তার পরের ম্যাচেও শতরানের ধারা বজায় রাখলেন। সেই সঙ্গে প্লেঅফে নামার আগে নিজের আত্মবিশ্বাস যেমন বাড়ালেন, ঠিক তেমনই প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিলেন বলা চলে।
পরপর দুই ম্যাচে শতরান করে আত্মবিশ্বাসের সুর শুভমনের গলায়। ম্যাচ শেষে গিল জানান, 'এই মুহূর্তে আমি ভালো ফর্মের মধ্যে রয়েছি। এটা পুরোটাই হচ্ছে, ইনিংসের শুরুটা আমি কেমন করছি এবং সেটাকে বড়ো রানে পরিণত করছি। টুর্নামেন্টের একেবারে শেষে এসে আমার এই ফর্ম কাজ করছে। তবে ভালো লাগছে শতরান করে। এবং দলের জন্য এটা কাজে লাগছে।' গত ম্যাচে শতরান করার সঙ্গে সঙ্গে কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন গিল।
অবশ্য প্রতি ম্যাচেই তিনি তাঁর দুর্দান্ত শট খেলে মন জয় করে নিয়েছেন। আরসিবি ম্যাচে চোখ ধাঁধানো শট দেখে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা মুগ্ধ। নিজের এই ক্রিকেট নিয়ে গিল বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে তোমাকে সব সময় ধরে ধরে শট খেলতে হবে। বিশেষ করে নতুন বলে খেলতে খুব সুবিধা হয়। বল ঠিক ঠাক ব্যাটে লাগলেই রান পাওয়া যায়। তবে নতুন বল আবার স্পিনারদের সমস্যায় ফেলে। বল গ্রিপ করা অসম্ভব হয়। ঠিক ভাবে টার্ন করে না।'
এই ম্যাচে বিজয় শংকরও ৩৫ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সাহায্য়ে। বলা ভালো এই ম্যাচে গিল এবং শংকরের জুটিতে ভর করেই ম্য়াচ জিতে নেয় গুজরাট। তাই ম্যাচ শেষে গিলের গলায় শংকরের প্রশংসা। গুজরাটের তরুণ এই ব্যাটার বলেন, 'শংকর যখন ব্যাট করতে নামে, তখন থেকেও জোরে শট মারার চেষ্টা করছিল। তখন আমি ওর কাছে গিয়ে বলি,গেয়ের জোরে না মেরে নিজের মতো করে খেলার চেষ্টা করো। তবে ও যদি একবার রান পেতে শুরু করে, তাহলেও ওকে আটকানো সম্ভব নয়। এই ম্যাচেও ঠিক তাই ঘটে। তবে আমি এই ফর্ম ধরে রাখার চেষ্টা করব। আমি নিজের ক্ষমতা জানি, সেটার ভিত্তিতেই নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যাই বা বড় ইনিংস খেলি। চেন্নাইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি আমরা ভালো খেলে দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নেব।'