রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটানস। প্লেঅফে যেতে হলে এই ম্যাচ জিততেই হত আরসিবিকে। ম্যাচ জিততে শেষ পর্যন্ত লড়াই করে যান বিরাট কোহলিরা। গুজরাটের বিরুদ্ধে হারতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে আরসিবি। আর ম্যাচে শতরান করেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি।এই নিয়ে পরপর দুই ম্যাচে শতরান করলেন কোহলি। কিন্তু শতরান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। ম্যাচ হেরে চোখের জলে বিদায় নিতে হয় আরসিবিকে। পাশাপাশি এই ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে চোট পান বিরাট। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায় তাঁকে।
তবে এই ম্যাচ আরসিবি হারলেও বিরাটের চোট নিয়ে উদ্বিগ্ন ছিল প্রত্যেকে। কারণ আইপিএল শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে ভারত। ইতিমধ্যেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলের মতো ক্রিকেটাররা। ফলে এই পরিস্থিতিতে যদি বিরাট ছিটকে যান তাহলে সমস্যার মধ্যে পড়তে হবে ভারতকে। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। তবে স্বস্তির খবর বিরাটের চোট খুব একটা গুরুতর নয়। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গার। তিনি জানান, 'বিরাটের চোট খুব একটা গুরুতর নয়।'
রবিবার গুজরাট টসে জিতে প্রথমে আরসিবিকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলি শতরানে ভর করে ১৯৭ রান করে আরসিবি। বড় লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস শুরু থেকেই ভালো খেলতে থাকে। তরুণ ব্যাটার শুভমন গিল শতরান করেন। গুজরাটের ব্যাট করার সময় ইনিংসের শেষের দিকে ১৫ ওভারে মাথায় বিজয়ের অসাধারণ ক্যাচ ধরেন বিরাট। বিজয় সেই সময় অর্ধশত রান করে ভয়ংকর হয়ে উঠছিলেন। বিরাট দৌড়ে এসে ক্যাচ ধরে ফিরিয়ে দেন তাঁকে। সেই সময় তার হাঁটুতে চোট লাগে। মাঠে ছুটে আসেন ব্যাঙ্গালোরের ফিজিও। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে।
এই দৃশ্য দেখে ভারতীয় সমর্থকদের চিন্তা বাড়তে থাকে। তাহলে কি বড় চোট পেলেন? সেই সমস্যার সমাধান করে এই ম্যাচের শেষে ব্যাঙ্গালোরের কোচ সঞ্জয় বাঙ্গার জানান, বিরাটের চোট মারাত্মক নয়। তিনি বলেন, 'হ্যাঁ, ওর হাঁটুতে সামান্য সমস্যা রয়েছে। তবে আমি মনে করি না ওটা খুব মারাত্মক। বিরাট চার দিনের ব্যবধানে পরপর দুটি ম্যাচে শতরান করেছে। ও এমন একজন ক্রিকেটার যে শুধুমাত্র ব্যাটে নয় ফিল্ডিংয়ের মাধ্যমেও দলকে সাহায্য করতে চায়। এর আগের ম্যাচে ৪০ ওভার ও মাঠে থেকেছে। এই ম্যাচে ৩৫ ওভার। ও সব সময় নিজের সেরাটা দিতে চায়। ওর চোটটা একটু সমস্যায় ফেলেছে। তবে এটা খুব মারাত্মক কিছু নয়।' এদিন গুজরাট টাইটানসের বিরুদ্ধে হেরে এবারের মতো আইপিএলের যাত্রা শেষ হয়েছে আরসিবির। অন্যদিকে গুজরাট টাইটানস ১৪টি ম্যাচের মধ্যে দশটিতে জিতে গ্রুপ টেবিলে প্রথমে থেকে প্লেঅফে উঠে গিয়েছে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।