বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023- নেগেটিভিটির জন্য সময় নেই: নবীন ইস্যুতে আর মাথা ঘামাতে নারাজ কোহলি

IPL 2023- নেগেটিভিটির জন্য সময় নেই: নবীন ইস্যুতে আর মাথা ঘামাতে নারাজ কোহলি

ফুৎকারে উড়িয়ে দিলেন বিরাট (IPL Twitter)

ইনস্টাগ্রামে আমেরিকার স্ট্যান্ড আপ কমেডিয়ান কেভিন হার্টকে পাশে নিয়েই এক ইঙ্গিতপূর্ণ বার্তা দেন বিরাট। ইনস্টা বার্তায় তিনি লেখেন ' যত বেশিই ইমোশন বা অনুভূতি থাকুক না কেন ,যত বেশিই আঘাত পেয়ে থাক না কেন জীবন কিন্তু থেমে থাকলে চলবে না। তাকে আপন গতিতে এগিয়ে যেতে হবে।

চলতি আইপিএলের সবথেকে আলোচিত বিষয় বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীর সহ লখনউ সুপার জায়ান্টসের একাধিক ক্রিকেটারের বাকবিতণ্ডা। আরসিবি বনাম লখনউয়ের প্রথম ম্যাচ অর্থাৎ ব্যাঙ্গালোরের ম্যাচ দিয়ে শুরু হয় ঝামেলার। যার রেশ থেকে যায় লখনউয়ের একানা স্টেডিয়ামেও। সেখানে ঝামেলা আরো গুরুতর আকার নেয়। সুপার জায়ান্টসের আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হক ব্যাট করতে আসার পরে তাঁকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেন বিরাট। সেই ঝামেলার রেশ গড়ায় ম্যাচ শেষেও। তবে ম্যাচের পরেও যে সেই ঘটনা থামেনি তা বোঝা যায় আরসিবি বনাম মু্ম্বই ম্যাচ চলাকালীন নবীনের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেখে। যে আক্রমণের মূল লক্ষ্য ছিলেন পরোক্ষে বিরাট কোহলি। সেই পোস্টের সমর্থনে আবার গৌতম গম্ভীর নবীন উল হককে না বদলে এমন থেকে যাওয়ার পরামর্শ দেন। এবার সেই নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। রাগ,ক্ষোভ নেগেটিভিটির জন্য সময় তাঁর কাছে নেই, সেটা স্পষ্ট করে দিয়েছেন কিং কোহলি।

ইনস্টাগ্রামে আমেরিকার স্ট্যান্ড আপ কমেডিয়ান কেভিন হার্টকে পাশে নিয়েই এক ইঙ্গিতপূর্ণ বার্তা দেন বিরাট। ইনস্টা বার্তায় তিনি লেখেন ' যত বেশিই ইমোশন বা অনুভূতি থাকুক না কেন ,যত বেশিই আঘাত পেয়ে থাক না কেন জীবন কিন্তু থেমে থাকলে চলবে না। তাকে আপন গতিতে এগিয়ে যেতে হবে। জীবন কারুর জন্য থেমে থাকে না। তাই তুমি যদি এইসবকে পিছনে ফেলে এগোতে না পারো এবং বুঝতে পারো যে তুমি কোন একটা সময়ে আটকা পড়ে গেছ,এগোতে পারছ না তাহলে বুঝতে হবে তুমি সারাজীবনের জন্য আঘাত পেয়েছ। রাগ, ক্ষোভ নেগেটিভিটির জন্য কোন সময় আমার কাছে নেই। কারণ আমি একগাদা পজিটিভ জিনিসের মধ্যে বেঁচে রয়েছি। আমি অতীতে পড়ে থাকতে পারিনা। এটা নিয়ে চিন্তায় মগ্ন থাকতে পারি না যে ভুলটা কি হয়েছিল।'

প্রসঙ্গত মঙ্গলবার আরসিবি বনাম মু্ম্বই ম্যাচে এক বলে চার রান করে বিরাট আউট হয়ে যাওয়ার পরে ম্যাচের একটি ছবি পোস্ট করেন নবীন। যেখানে দেখা যায় টিভি দেখতে দেখতে নবীন আম খাচ্ছেন। আর ক্যাপশনে লেখেন 'মিষ্টি আমগুলো '। মানে বোঝাতে চেয়েছেন বিরাটের তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরাতে যেন আমের মিষ্টত্ব আরো বেড়ে গেছে।এর আগে নবীন আরো একটি পোস্টে লখনউ মেন্টর গম্ভীরের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন ' যেভাবে নিজের সঙ্গে ব্যবহারটা অন্যের থেকে চাও ঠিক সেইভাবেই অন্যের সঙ্গে ব্যবহার কর। তোমার সঙ্গে সবাই যেভাবে কথা বলুক চাও ঠিক সেইভাবেই অন্যের সঙ্গে তুমি কথা বল।' যার উত্তরে গম্ভীর, নবীনকে উদ্দেশ্য করে লেখেন ' তুমি যেমনটা আছ তেমনটা থেকো। কখন ও বদলাতে যেও না।'

 

বন্ধ করুন