এই মুহূর্তে আইপিএলে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্লেঅফে যাওয়ার জন্য প্রায় সব দলই লড়াই করছে। তবে গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানস প্লেঅফের যোগ্যতা অর্জন করে ফেলেছে সবার প্রথম দল হিসাবে। মঙ্গলবার সন্ধ্যায় একানা স্টেডিয়ামে মুখোমুখি হয় লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। লখনউয়ের ঘরের মাঠের এই ম্যাচ দুই দলের কাছে প্লেঅফে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচ হেরে অনেকটা পিছিয়ে পড়েছে।
এই ম্যাচে মুম্বই টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। লখনউ ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে। ১৭৮ রানের টার্গেট নিয়ে মুম্বই মাঠে নামলেও সেই রান পূরণ করতে পারেনি তারা। ৫ উইকেট হারিয়ে ১৭২ রানে থেমে যায় রোহিত শর্মাদের ইনিংস। পাঁচ রানের ম্যাচ জিতে যায় লখনউ। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই প্লেঅফে যাওয়ার আশা জিইয়ে রাখল তারা।
লখনউয়ের হয়ে শেষ ওভারে বাঁহাতি পেসার ১১ রান রক্ষা করে মহসিন খান। চোট থেকে ফিরে এসে অসাধারণ বোলিং করেন তিনি। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং নিয়ে মোটেও খুশি নন বোলিং কোচ শেন বন্ড। বোলিং বিভাগ বারবার একই ভুল করার জন্য তিনি হতাশা প্রকাশ করেছেন।
মুম্বই তাদের বোলিংয়ে লখনউকে ১৭ ওভার পর্যন্ত ১৩৩ আটকে রাখলেও তারপরের ওভারে ঠিকঠাক বোলিং করতে পারেনি। আর সেই কারণে লখনউ রান ১৭৭ রান করে। ১৮ ওভারে ক্রিস জর্ডান ২৪ রান দেন। মুম্বই লখনউকে শেষ তিন ওভারে ৫০ রান দিয়ে ফেলে। লখনউয়ের হয়ে এই রান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্টোইনিস। তিনি অপরাজিত থেকে ৪৭ বলে ৮৯ রান করেন।
রোহিত শর্মারা প্রথম দিকে বেশ চাপে রেখেছিল লখনউকে। তারা সাত ওভারের মধ্যে মাত্র ৩৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়। তবে সেই খারাপ জায়গা থেকে সুপার জায়ান্টসকে লড়াইয়ে ফিরিয়ে আনেন স্টোইনিস। তিনি তাঁর ইনিংসটি সাজান চারটি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারির সাহায্যে। তাঁর সঙ্গে জুটি বাঁধেন ক্রুনাল পান্ডিয়া। তারা ৮২ রানের জুটি গড়ে তুলে মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ ঝটকা দেন।
তবে মুম্বইয়ের বোলিং বিভাগ নিয়ে হতাশা প্রকাশ করে বন্ড বলেন, 'আমার সবথেকে খারাপ লাগে আমরা যেরকম পরিকল্পনা করে মাঠে নামি, শেষ পর্যন্ত সেই পরিকল্পনা মতো খেলতে পারিনা। স্টোইনিসকে আমরা যেমন বল করতে চেয়েছিলাম, আমাদের বোলাররা সেই রকম বল করতে পারেনি। আমাদের সবসময় এমন বল করা উচিত যেখানে ব্যাটারদের আঘাত করলে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না।'
তিনি আরও বলেন, 'আমরা জানি স্টোইনিস একজন দুর্দান্ত ক্রিকেটার। ও আক্রমনাত্মক শট খেলতে চায়। সে কথা জেনে আমরা প্রস্তুতি নিয়েছি। নিজেদের প্রস্তুতি সম্পর্কে অনেকটাই আস্থা থাকে। আমরা সব সময় আলোচনা করি, কীভাবে খেলাটাকে আরও উন্নত করা যায়। কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই পরিকল্পনামতো কাজ করতে পারিনা। এটাই আমার কাছে সবথেকে হতাশার।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।