বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > রোহিতের ঘুম কেড়েছি, এবার আনন্দের রসদ দিলাম- টিম ডেভিড

রোহিতের ঘুম কেড়েছি, এবার আনন্দের রসদ দিলাম- টিম ডেভিড

টিম ডেভিড ও রোহিত শর্মা 

টিম ডেভিড আরও বলেন, ‘দারুণ লাগছে। অন্য প্রান্তে আপনার দৌড় ও রানিং বিটুইন দ্য উইকেট দারুণ ছিল। দুর্দান্ত অনুভূতি ছিল। এর থেকে ভালো হতে পারে না। এর আগে আপনি আপনার ছন্দ ছিলেন। কিন্তু আজ আপনি আপনার ছন্দে ছিলেন না, তবে আপনি আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ শটও খেলেছেন।’

টিম ডেভিড কি মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী কাইরন পোলার্ড? জেনে নিন কী বললেন দিলেন MI-এর অধিনায়ক রোহিত শর্মা। আসলে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের পরে টিম ডেভিডের প্রশংসা করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জোরালো ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন টিম ডেভিড। শেষ ওভারে টানা তিন ছক্কা মেরে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এই ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মাকে যখন প্রশ্ন করা হয় টিম ডেভিড কি পরবর্তী পোলার্ড হবেন? তাঁর উত্তরে রোহিত বলেছেন, এই কাজটা খুবই কঠিন।

ম্যাচের পরের উপস্থাপনায় রোহিত শর্মা বলেছেন, ‘আমরা কীভাবে এই লক্ষ্য তাড়া করেছি তা দেখতে দুর্দান্ত ছিল। আমরা গত ম্যাচেও একই লক্ষ্যের কাছাকাছি এসেছি। আমাদের সম্ভাবনা রয়েছে তবে আমাদের নিজেদেরকে ব্যাক করতে হবে।’ একই সঙ্গে যখন তাঁকে প্রশ্ন করা হয় টিম ডেভিড কি পরবর্তী কাইরন পোলার্ড হবেন? এর জবাবে রোহিত বলেন, ‘এটা একটা কঠিন কাজ, বছরের পর বছর ধরে পলি (পোলার্ড) আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। টিমের একই সামর্থ্য এবং ক্ষমতা আছে।’

আরও পড়ুন… Asian Games: ফিটনেসের অভাবে এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেবেন না সাইনা নেহওয়াল

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ওভারে টানা তিন ছক্কা মেরে দলকে জিতিয়েছেন টিম ডেভিড। এই ম্যাচে ডেভিড ১৪ বলে ২টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে অপরাজিত ৪৫ রান করেন। টিম ডেভিড গত বছরও দলের হয়ে খেলেছিলেন, কিন্তু মাঝপথে বাদ পড়েছিলেন এবং যখন তিনি তাঁর প্রত্যাবর্তন করেছিলেন তখন তিনি দুর্দান্ত স্পর্শে ছিলেন।

ডেভিডের সাক্ষাৎকারের একটি ভিডিয়ো আইপিএল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এই ভিডিয়োতে তিলক বর্মার সঙ্গে টিম ডেভিডকে কথা বলতে দেখা গিয়েছে। এই ডেভিড জানিয়েছেন যখন তিলক বর্মা ও সূর্যকুমার যাদব MI-এর হয়ে সিজনের বেশির ভাগ সময় ফর্ম ছিলেন এবং তাঁরা মাঠের চার ধারে ব্যাট করতেন তখন তিনি সেটাকে দেখে ভাবতেন কবে তিনিও এমন কিছু করবেন। তিলক বর্মার সঙ্গে টিম ডেভিডের জুটি পঞ্চম উইকেটে মাত্র ২৩ বলে ৬২ রানের জুটি গড়েন।

আরও পড়ুন… যশস্বী যে লম্বা রেসের ঘোড়া, একটা কথাতেই বুঝিয়ে দিলেন সাঙ্গাকারা

তিলক বর্মার সঙ্গে আলাপকালে টিম ডেভিড বলন, ‘আমি আশ্চর্যজনক বোধ করছি। এভাবে খেলাটা আশ্চর্যজনক ছিল। এর চেয়ে ভালো কিছুই হয় না। এই মরশুমে আমি আপনাকে (তিলক ভার্মা) এবং সূর্যকুমার যাদবকে মাঠের এখানে এবং সেখানে খেলতে দেখেছি। তাই আমার খারাপ লাগত, ভাবতাম আমি কখন এমনটা করব। শেষ পর্যন্ত আমি প্রভাব ফেলতে পেরেছি এবং দলের জন্য পারফর্ম করতে পেরে খুব উত্তেজিত।’ এরপরে তিলক বর্মাকে উদ্দেশ্য করে টিম ডেভিড বলেন, ‘অবশ্যই অন্য প্রান্তে আপনার হওয়াটা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।’

টিম ডেভিড আরও বলেন, ‘দারুণ লাগছে। অন্য প্রান্তে আপনার দৌড় ও রানিং বিটুইন দ্য উইকেট দারুণ ছিল। দুর্দান্ত অনুভূতি ছিল। এর থেকে ভালো হতে পারে না। এর আগে আপনি আপনার ছন্দ ছিলেন। কিন্তু আজ আপনি আপনার ছন্দে ছিলেন না, তবে আপনি আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ শটও খেলেছেন।’

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

টিম ডেভিড মজা করে বলেছেন যে ক্যাপ্টেন রোহিত শর্মা সম্পর্কেও নানা কথা বলেছেন। তিনি বলেছন, ‘আমাদের অধিনায়ক রোহিতকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা যথেষ্ট ভালো না খেলে তাঁকে ঘুমহীন রাত দিয়েছি। তাই অবশেষে আজ রাতে আমরা তাদের সেলিব্রেশন করার জন্য কিছু দিয়েছি।’ গত রবিবার রোহিত ৩৫ তম জন্মদিন উদযাপন করেছেন। এই আনন্দকে দ্বিগুন করার কারণ তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেয়েছেন। ডেভিড বলেন, ‘আমাদের অধিনায়ক রোহিতকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমরা খুব ভালো না খেলে তাঁকে নিদ্রাহীন রাত দিয়েছি, তাই অবশেষে আজ রাতে, আমরা তাঁর জন্য সেলিব্রেশন করার কিছু দিয়েছি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.