বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: ঘুমানোর সময় DC থেকে ফোন, চরম বিরক্ত হয়েছিলেন, রহস্য ফাঁস পোড়েলের

IPL 2023: ঘুমানোর সময় DC থেকে ফোন, চরম বিরক্ত হয়েছিলেন, রহস্য ফাঁস পোড়েলের

অভিষেক পোড়েল। ছবি- টুইটার 

ঘুমোচ্ছিলেন তখন, সেই সময় বিরক্ত হয়েই ফোনটা ধরেন অভিষেক। খবর জানতেই ঘুম উড়ে যায়। রহস্য ফাঁস করলেন তরুণ এই ক্রিকেটার।

আরেকটু হলেই সুযোগটা হাতছাড়া করে ফেলছিলেন অভিষেক পোড়েল। এতটাই ঘুমে আচ্ছন্ন ছিলেন এই তরুণ ক্রিকেটার যে ফোন তোলেননি। হ্যাঁ এমনই ঘটনা ঘটে অভিষেকের সঙ্গে। গত বছরের একেবারে শেষ দিকে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্ত। শুধু আইপিএল নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও ছিটকে গিয়েছেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার। পন্ত ছিটকে যাওয়ায় যেমন সমস্যায় পড়েছে ভারতীয় দল। ঠিক তেমনই সমস্যায় পড়েছে দিল্লি ক্যাপিটালসও।

পন্তের পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয়েছে বাংলার তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েলকে। কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্রাক মরশুম প্রস্তুতি চলাকালীন ট্রায়াল দিতে দেখা যায় অভিষেককে। তখনই আন্দাজ করা গিয়েছিল, পন্তের পরিবর্ত হিসাবে পোড়েলকে দেখা যেতে চলেছে। সেই সম্ভাবনাও সত্যি হয়। তবে সেই সম্ভাবনা আর একটু হলেই মিথ্যে প্রমাণিত হত। ঠিকই তাই। কারণ দিল্লি ক্যাপিটালস দল থেকে যখন পোড়েলকে ফোন করা হয়, তখন তিনি ফোন তোলেননি। এমনই প্রকাশ্যে বলেছেন চন্দননগরের ছেলে।

দিল্লি ক্যাপিটালসের একটি সাক্ষাৎকারে অভিষেক বলেন, 'আমাকে যখন দিল্লি ক্যাপিটালস থেকে ফোন করা হয়, তখন আমি প্রথমে ফোন ধরিনি। কারণ তখন আমি ঘুমোচ্ছিলাম। ফের আবার ফোন করা হয় আমাকে। বেশ বিরক্ত হয়েই আমি বলি, আরে ভাই এখন আবার কে ফোন করছে? ফোন তোলা মাত্রই আমাকে বলা হয়, দিল্লি ক্যাপিটালসে তোমার সিলেকশন হয়েছে। দিল্লি ক্যাপিটালস পরিবারে তোমাকে স্বাগত। যা শুনে আমার ঘুম উড়ে যায়। তখন আমি ভাবছি, সত্যি বলছে তো? তারপর আমার ভুলটা কেটে যায়।'

 

আইপিএলের প্রথম ম্যাচেই গুজরাট টাইটানসের বিরুদ্ধে ১১ বলে ২০ রান করেছেন পোড়েল। ২টি ওভার বাউন্ডারিও সংগ্রহ করেছেন তরুণ এই ব্যাটার। রাতারাতি প্রতিপক্ষের ঘুর কেড়ে নিয়েছেন বঙ্গ সন্তান। তবে পোড়েল ভালো করেই জানেন তিনি যার পরিবর্ত হিসাবে খেলছেন, সেই পন্ত এই দলকে কতটা গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। এই বিষয়ে অভিষেক বলেন, 'ঋষভ পন্ত বড়ো নাম। আমি জানি এই দলে তাঁর গুরুত্ব কতটা। আমাকে পন্তের জায়গায় নেওয়া হয়েছে। ফলে আমি ঠিক করে ফেলেছিলাম, যদি সুযোগ দেওয়া হয়, তাহলে নিজের সেরাটা দেব। তাই অনুশীলনে যোগ দিয়েই নিজের সেরাটা দিতে থাকি। সবচেয়ে বড় বিষয় হল, যাদের খেলা টিভিতে দেখতাম দাদা এবং রিকি স্যার, তাদের উপদেশ পাওয়াটা সত্যি ভাগ্যের।'

গুজরাট টাইটানসের বিরুদ্ধে অভিষেক হয়েছে পোড়েলের। ম্য়াচের আগের দিনই তিনি জেনে গিয়েছিলেন। সেই বিষয়ে পোড়েল বলেন, 'আমি যখন ম্যাচের আগের দিন নেটে ব্যাট করছিলাম, তখন রিকি স্যার আমার কাছে এসে বলে, তুমি পরের ম্যাচে খলবে, মানসিক ভাবে প্রস্তুত থাক। তখন আমার মাথায় একটা কথাই কাজ করছিল, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তার বিরুদ্ধে অভিষেক হচ্ছে। যা ভেবে যেমন আনন্দ হচ্ছিল, ঠিক তেমনই বেশ চাপেও ছিলাম। ম্যাচের পর হার্দিক ভাইয়ের সঙ্গে দেখাও করি। তাঁর সঙ্গে আমার কথাও হও।'

গুজরাটের বিরুদ্ধে ম্যাচ দেখতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হন ঋষভ পন্ত। ম্যাচের পর ড্রেসিংরুমেও যান তিনি। কথা বলেন ক্রিকেটারদের সঙ্গেও। পোড়েলের সঙ্গেও কথা বলতে ভোলেননি পন্ত। এই সাক্ষাৎকারে পোড়েল বলেন, 'ম্যাচের পর ঋষভ ভাই ড্রেসিং রুমে আসে। নিজে থেকেই আমার সঙ্গে কথা বলতে আসে। আমার খেলা দেখে ঋষভ ভাইয়ের ভালো লেগেছে। আমি জিজ্ঞাসা করি, কী করব না করব? তখন একটাই কথা বলে, কোনও চিন্তা না করেই খেলে যাও, যেখানে যেমন পরিস্থিতি থাকবে সেই অনুযায়ী খেলে যাও। ভয় পেও না, আর বেশি কিছু ভাববে না। মন দিয়ে খেলে যাও। কোনও সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলবে।'

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নিশীথের গ্রামে মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন, পুলিশ পাহারায় ছাড়লেন ভেটাগুড়ি 'তোমাকে ছুঁতে পাওয়াটাই…', এমন কমেন্টে কী উত্তর দিলেন কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি পুরনো আয়কর কাঠামোয় লোকসান হচ্ছে না তো? নয়া স্ল্যাবে কত টাকা দিতে হবে! রইল হিসাব রাজনৈতিক হিংসার জন্য দায়ী অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তন: শংকর ঘোষ ‘সবুজ ছাড়া গতি নেই’, কদিন আগে জয়কে ‘পজেসিভ’ বলেন লোপামুদ্রা, এখন মুখে ভোট-কথা? স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন সংঘী বলে কটাক্ষ করে লোকজন, JNUকে ব়্যাঙ্কিং-এর শীর্ষে তো আমি নিয়ে গেলাম-উপাচার্য বিটকয়েন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজের, বিতর্ক উসকাতে কী লিখলেন শিল্পার বর? 'খারাপ স্ত্রী মানেই কু-মাতা নন,' শিশুকে বাবার হাতে দিল না আদালত রাজ্যের ১২টি চিড়িয়াখানাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, তৈরি হয়েছে মাস্টারপ্ল্যান

Latest IPL News

স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.