একজন টিম ইন্ডিয়ার বর্তমান সুপারস্টার, অন্যজনকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিভায় যে বিরাট কোহলির থেকে কম যান না শুভমন গিল, এতদিনে সেটা প্রমাণিত। অল্প সুযোগে যেভাবে তিন ফর্ম্যাটেই জাতীয় দলে নিজেকে অপরিহার্য করে তুলেছেন গিল, তাতে কোহলি পরবর্তী ভারতের রান মেশিন হিসেবে চিহ্নিত হচ্ছেন শুভমন।
উল্লেখযোগ্য বিষয় হল, যেভাবে কোহলির পদাঙ্ক অনুসরণ করে চলেছেন গিল, তা চমকপ্রদ সন্দেহ নেই। বিশেষ করে চলতি বছরে বিশেষ একটি ক্ষেত্রে এমন এক অদ্ভুত মিল দেখা যাচ্ছে দুই তারকার মধ্যে, যা দেখে অবাক হওয়া স্বাভাবিক। এটাও মনে হতে পারে যে, কোহলি যখনই নিজেকে যথাযথভাবে মেলে ধরেছেন, স্পলাইট কেড়ে নিয়েছেন গিল।
আসলে চলতি বছরেই, অর্থাৎ ২০২৩ সালে গিল তাঁর কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, দ্বিতীয় ওয়ান ডে সেঞ্চুরি ও দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি করেন। যদিও ওয়ান ডে ক্রিকেটে এবছর আরও ২টি শতরান করেছেন গিল, যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি রয়েছে। তবে কোহলির সঙ্গে অস্বাভাবিক মিল দেখা গিয়েছে তাঁর তিনটি দ্বিতীয় শতরানের ক্ষেত্রে। গিল যে তিনটি ম্যাচে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট, ওয়ান ডে ও আইপিএল সেঞ্চুরি করেন, সেই তিনটি ম্যাচেই শতরান করেন বিরাট কোহলিও।
১. চলতি বছরের জানুয়ারিতে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলি অপরাজিত ১৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শুভমন গিল সেই ম্যাচেই ১১৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন।
২. গত মার্চে আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে বিরাট কোহলি ১৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। সেই ইনিংসেই শুভমন গিল করেন ১২৮ রান।
৩. এবার মে মাসে এসে বেঙ্গালুরুতে আইপিএল ২০২৩-এর শেষ লিগ ম্যাচে আরসিবির হয়ে ৬১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। গুজরাট টাইটানসের হয়ে শুভমন গিল ৫২ বলে ১০৪ রান করে নট-আউট থাকেন একই ম্যাচে।
যদিও প্রথম ২টি ক্ষেত্রে শুভমন গিলের কৃতিত্বে বিরাট কোহলিকে উচ্ছ্বসিত দেখায়। কেননা দু'জনেই তখন জাতীয় দলের হয়ে মাঠে নামেন। দু'জনে ছিলেন একে অপরের সতীর্থ। তবে চলতি আইপিএলে গিলের সেঞ্চুরির জন্য কোহলিদের ছিটকে যেতে হয় টুর্নামেন্ট থেকে। এক্ষেত্রে দুই তারকা ছিলেন একে অপরের প্রতিপক্ষ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।