বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > উইলিয়ামসন-জেমিসনরা কি হারিয়েই গেলেন? খোঁজ পাচ্ছে না নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থা

উইলিয়ামসন-জেমিসনরা কি হারিয়েই গেলেন? খোঁজ পাচ্ছে না নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থা

কেন উইলিয়ামসন।

আইপিএল বাতিল হয়ে যাওয়ার পর, বিদেশি ক্রিকেটাররা যে যাঁর দেশে ফিরে গিয়েছেন। নিউজিল্যান্ড প্লেয়ারদের সরাসরি ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য।

হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে গেলেন কেন উইলিয়ানসন সহ নিউজিল্যান্ড ক্রিকেট টিমের চার সদস্য। তিন জন ক্রিকেটার এবং একজন ফিজিও। তাঁরা এখন কোথায় রয়েছেন, কী করছেন, কিছুই জানে না নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থা।

আইপিএল বাতিল হয়ে যাওয়ার পর, বিদেশি ক্রিকেটাররা যে যাঁর দেশে ফিরে গিয়েছেন। অস্ট্রেলিয়ানরা আপাতত মলদ্বীপে গিয়েছেন। সেখান থেকে তাঁদের দেশে ফেরার কথা। কিন্তু নিউজিল্যান্ড প্লেয়ারদের সরাসরি ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য। ভারতের বিরুদ্ধে তাঁদের ফাইনাল খেলার কথা। 

যে কারণে দিল্লিতে ছোট একটি জৈব সুরক্ষা বলয় তৈরি করে, উইলিয়ামসনদের রাখা হয়েছিল। সুরক্ষিত ভাবেই তাঁদের রাখার যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল। যতদিন না তাঁরা সরাসরি ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন, তত দিন ভারতেই থাকার কথা ছিল তিন ক্রিকেটার উইলিয়ামসন, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার এবং ফিজিও টমি সিমসেকের।

তবে শুক্রবার হঠাৎ-ই শোনা যায়, নিউজিল্যান্ডের চার সদস্য বেপাত্তা। ভারতেই নেই তাঁরা। জানা গিয়েছে, ভারতের করোনা পরিস্থিতি দেখে তাঁরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে মলদ্বীপে চলে গিয়েছেন। এই বিষয়ে তাঁরা নিউজিল্যান্ডের ক্রিকেট সংস্থাকেও কিছুই জানায়নি।

আইপিএলের এক কর্তা বলেছেন, ‘আমাদের জানানো হয়েছিল, নিউজিল্যান্ডের প্লেয়াররা দিল্লির জৈব সুরক্ষা বলয়ে সুরক্ষিত বোধ করছিলেন না। এবং কবে ইংল্যান্ডে যাওয়া হবে, সেটা নিয়েও কোনও নিশ্চয়তা পাচ্ছিলেন না। কিন্তু এখানে থাকতেও ওঁরা আর রাজি ছিল না। যে কারণে চেন্নাই সুপার কিংসের অজি ক্রিকেটারদের সঙ্গে ওঁরা মলদ্বীপে চলে গিয়েছেন।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.