বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs PBKS: বাবা লড়েছিলেন কার্গিল যুদ্ধে, ছেলেও লড়লেন শেষ পর্যন্ত, RR-কে প্রায় জিতিয়ে দেওয়া এই ধ্রুব কে?

RR vs PBKS: বাবা লড়েছিলেন কার্গিল যুদ্ধে, ছেলেও লড়লেন শেষ পর্যন্ত, RR-কে প্রায় জিতিয়ে দেওয়া এই ধ্রুব কে?

ধ্রুব জুরেল। ছবি- এএফপি

রাতারাতি ভারতীয় ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছেন রাজস্থান রয়্যালসের ধ্রুব জুরেল। কে এই ক্রিকেটার? জেনে নিন।

দুর্দান্ত শুরু করেছে পঞ্জাব কিংস। পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাব। গত ম্যাচে রাজস্থানকে হারিয়েছে তারা। অপরদিকে রাজস্থান রয়্যালস দুই ম্যাচের মধ্যে একটিতে হারের মুখ দেখেছে। তবে রাজস্থান এই ম্যাচে হারলেও আলোচনায় উঠে এসেছে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাট করতে নামা ধ্রুব জুরেল। ১৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি। এই তরুণ ব্যাটারের ঝুলিতে রয়েছে ৩টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি।

১৫ বলে ৩২ রানের ইনিংস নজর কেড়েছে সবার। রাতারাতি শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। কে এই ধ্রুব জুরেল? খোঁজ নিয়ে জানা গেল, ২২ বছর বয়সী তরুণ এই ব্যাটার ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়কত্ব করেন। অবশ্য সেই বিশ্বকাপে ভারতীয় দল ফাইনালে জায়গা করে নিলেও বাংলাদেশের কাছে হারতে হয়। এছা়ড়াও কুচবিহার ট্রফিতে ১১ ইনিংস খেলে ৭৩৬ রান করেন তিনি।

উত্তর প্রদেশের এই ব্যাটার সম্প্রতি রঞ্জি ট্রফিতে বেশ কিছু দুর্দান্ত ইনিংস খেলেন। নাগাল্যান্ডের বিরুদ্ধে গত বছর ডিসেম্বর মাসে ২৪৯ রান করেন তিনি। সদ্য শেষ হওয়া মরশুমে ধ্রুব ১১টি প্রথম শ্রেনীর ম্যাচে ৫৮৭ রান করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো রান করার পর আইপিএলের নজর কাড়তে শুরু করেছেন। অনেকেই ধ্রুবকে জাতীয় দলে দেখতে শুরু করে দিয়েছেন।

ধ্রুবর আরও একটি পরিচয় রয়েছে। তাঁর বাবা নিম সিং জুরেল সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কার্গিল যুদ্ধেও সামিল হন। জানা গিয়েছে জাট রেজিমেন্টের হয়ে কার্গিল যুদ্ধে গিয়েছিলেন ধ্রুবর বাবা। তাঁর বরাবরের ইচ্ছে ছিল, ছেলেও দেশের সেবায় সেনাবাহিনীতে যোগ দিক। তিনি ভেবেও রেখেছিলেন, স্কুল শেষ হয়ে গেলেই ধ্রুবকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অর্থাৎ এনডিএতে ভর্তি করে দেবেন। কিন্তু তিনি এনডিএতে ভর্তি করাননি।

এক সাক্ষাৎকারে ধ্রুবর বাবা নিম সিং জুরেল বলেন, ‘আমি চেয়েছিলাম ধ্রুব আর্মি অফিসার হোক। সেই জন্য এও ভেবে রেখেছিলাম, ওর স্কুল শেষ হয়ে গেলেই এনডিএতে ভর্তি করে দেব। ও যেমন পড়াশোনায় খুব ভালো, তেমনই খুব ভালো ক্রিকেট খেলে। ফলে আমরা কখনই চাইনি ক্রিকেটটা বন্ধ হয়ে যাক। তাই এনডিএতে ভর্তি না করিয়ে ক্রিকেটের উপর মনযোগ দিতে বলি আমরা। এখনও পর্যন্ত ক্রিকেট থেকে ও যা স্বীকৃতি পেয়েছে তাতে আমরা গর্বিত।’

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.