শুক্রবার আমদাবাদে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটানসের মধ্যে কোয়ালিফায়ার-টু-র ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া মুম্বই ইন্ডিয়ান্স জিততে মরিয়া হয়ে রয়েছে। এ দিকে ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও সহজে হাল ছাড়বে না। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে। তাদের সাম্প্রতিক জয় এবং আকাশ মাধওয়ালের দুর্দান্ত পারফরম্যান্স বিবেচনা করে, তারা অবশ্যই তাদের জয়ের গতিকে এগিয়ে নিয়ে যেতে চাইবে। তবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গুজরাট টাইটানসও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে।
আরও পড়ুন… আমেরিকায় T20 লিগ খেলার জন্য ইংল্যান্ডের ইনক্রিমেন্টাল চুক্তি বাতিল করলেন জেসন রয়
আইপিএলের ২০২২ সংস্করণে লাস্টবয় হওয়া রোহিত শর্মা ব্রিগেড এই বছর ষষ্ঠ আইপিএল শিরোপা জয়ের বড় দাবীদার হয়ে উঠেছে। ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব এবং টিম ডেভিডের মতো খেলোয়াড়রা ভালো ছন্দে রয়েছেন। এবং এখন ব্যাটিং বিভাগের মেরুদণ্ড তৈরি করেছেন তরুণ নেহাল ওয়াধেরাও। তিনি প্রতি ম্যাচেই নিজের প্রভাব বিস্তার করছেন। রোহিত এবং ইশান কিষাণের ওপেনিং জুটিও পায়ের তলার জমি ধীরে ধীরে খুঁজে নিচ্ছে।
আরও পড়ুন… রোহিত পুরানের ক্ষেত্রে যে চাল দিল ধোনি করলে সবাই ধন্য ধন্য করত- কাকে ঠুকলেন গাভাসকর?
নিঃসন্দেহে মুম্বইয়ের ব্যাটাররা টাইটানসের বোলারদের কঠিন পরীক্ষার মুখে ফেলবে। গুজরাটের বোলিংয়ের নেতৃত্বে রয়েছেন মহম্মদ শামি (১৫ ম্যাচে ২৬ উইকেট)। এ ছাড়াও রশিদ খান, নূর আহমেদ, মোহিত শর্মারাও রয়েছেন। গুজরাট টাইটানস আবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে কোয়ালিফায়ার-ওয়ানে হেরে গিয়েছে। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য শুক্রবার অপরিহার্য সুযোগ থাকবে টানা দ্বিতীয় বার ফাইনালে ওঠার। কারণ ম্যাচটা ঘরের মাঠে। পুরো সমর্থন পাবে টাইটানস।
আরও পড়ুন… তোমার ভাইয়ের দায়িত্ব নিলাম-ধোনির কথায় মুগ্ধ পাথিরানার বোন
এই মুহূর্তে গুজরাটের শুভমন গিল এবং বিজয় শঙ্কর গত কয়েকটি ম্যাচে ব্যাট হাতে আক্রমণাত্মক মেজাজে রয়েছেন। শুভমন গিল হয়তো সিএসকে-র বিরুদ্ধে ততটা ভালো খেলতে পারেননি। তবে লিগ রাউন্ডের শেষ পর্যায়ে তাঁর দু'টি সেঞ্চুরিকে ভুললে চলবে না। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বড় থ্রেট।
গুজরাট টাইটানসের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, সাই সুদর্শন/অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নুর আহমেদ, মোহিত শর্মা, মহম্মদ শামি। (ইম্প্যাক্ট বোলার-জোশ লিটল/যশ দয়াল)
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: ইশান কিষাণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, হৃতিক শোকিন/নেহাল ওয়াধেরা, ক্রিস জর্ডন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।