বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > শ্রেয়স না খেললে KKR অধিনায়ক কে হবেন? নাইটদের পোস্টে লিটনের নাম নিয়ে জল্পনা

শ্রেয়স না খেললে KKR অধিনায়ক কে হবেন? নাইটদের পোস্টে লিটনের নাম নিয়ে জল্পনা

লিটন দাস।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৫৭ বলে ৭৩ রান করেন লিটন দাস। এর পরেই কেকেআর একটি পোস্ট করে। যেখানে উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে লিটনের। তার পর থেকেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে লিটনের নাম নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।

চোট রয়েছে শ্রেয়স আইয়ারের। তিনি সম্ভবত আসন্ন আইপিএলের প্রথম ভাগ খেলতে পারবেন না। আইপিএল শুরু হবে ৩১ মার্চ থেকে। তবে সরকারি ভাবে এখনও এই সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে যা খবর, তাতে আগামী ১৭ মার্চ থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কোনও ভাবেই খেলতে পারবেন না। তাঁর জায়গায় দলে ঢুকতে পারেন সঞ্জু স্যামসন। ।

যা পরিস্থিতি তাতে কি কলকাতা নাইট রাইডার্স নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে? আসলে কেকেআরের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে এমনই জল্পনা।

আরও পড়ুন: টানা ৫টি জয়, গুজরাটকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে মুম্বই

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৫৭ বলে ৭৩ রান করেন লিটন দাস। এর পরেই কেকেআর একটি পোস্ট করে। যেখানে উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে লিটনের। এ বারের আইপিএলের নিলামে ৫০ লক্ষ টাকা দিয়ে লিটনকে কিনেছে কেকেআর। উইকেটরক্ষক এবং ব্যাটার- দুই বিভাগেই সমান দক্ষ লিটন। সেই কারণে তাঁকে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু তাঁকে কি অধিনায়ক করা হবে? সে কথা আবশ্য জানায়নি কেকেআর।

শুধু দলের ক্রিকেটার দেশের হয়ে ভালো খেলায় প্রশংসা করেছে তারা। এর আগে যেমন শাকিব আল হাসান এক দিনের ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিল কেকেআর।

তবে এটা ঘটনা শ্রেয়স খেলতে না পারলে তাঁর জায়গায় অধিনায়ক কে হবেন? সেই নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আন্দ্রে রাসেল, টিম সাউদি বা নীতিশ রানাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে লিটন বা শাকিবকে দায়িত্ব দেওয়ার ভাবনা কেকেআর-এর আছে কিনা, সেটা বড় আলোচনার বিষয়।

আরও পড়ুন: চিলের মতো ছোঁ মেরে ক্যাচ নিলেন, লম্বা থ্রোয়ে উইকেট ভাঙলেন- হারলিন যেন মেয়ে জন্টি- ভিডিয়ো

সোমবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন যে, আইপিএলের জন্য শাকিবরা এখনও বিসিএ-র থেকে ছাড়পত্র নেননি। আইপিএল খেলতে ভারতে আসার ভিসার জন্যেও আবেদন করেননি তাঁরা। যদিও হাতে এখনও সময় রয়েছে। তাই আইপিএল শুরুর আগেই যে তাঁরা আসবেন না, এমন নয়। সে ক্ষেত্রে লিটনকে অধিনায়ক করতে অসুবিধা থাকবে না কলকাতার। তবে শ্রেয়সের যা অবস্থা, তাতে এপ্রিলের শেষ পর্যন্ত সম্ভবত তাঁকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। সে ক্ষেত্রে নতুন অধিনায়ক চাই শাহরুখ খানের টিমের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন