বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR-এ হেতমায়েরের জায়গা সামলাবে কে? দেখুন DC-র ‘ডু অর ডাই’ ম্যাচের সম্ভাব্য একাদশ

RR-এ হেতমায়েরের জায়গা সামলাবে কে? দেখুন DC-র ‘ডু অর ডাই’ ম্যাচের সম্ভাব্য একাদশ

ঋষভ পন্ত ও সঞ্জু স্যামসন (ছবি-আইপিএল)

IPL 2022-এর ৩৪তম ম্যাচে দিল্লিকে ১৫ রানে হারিয়েছিল রাজস্থান। ফলে এদিন সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে বদলা নিতে চাইবেন ঋষভ পন্তরা। এদিনের ম্যাচে হেতমায়েরের পরিবর্তে কে দলের মিডিল অর্ডার সামলান সেটাি দেখার। শোনা যাচ্ছে জিমি নিশামকে নামাতে পারে রাজস্থান।

২০২২ আইপিএল-এর প্লে অফে পৌঁছনোর আশা বাঁচিয়ে রাখতে বুধবার মুম্বইয়ের ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। চলতি মরশুমে ৫৮তম ম্যাচে রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ খেলার দিকে সকলের নজর রয়েছে। দিল্লির জন্য এই ম্যাচটি ‘ডু অর ডাই’ ম্যাচ। কারণ ১১ ম্যাচে দলের অ্যাকাউন্টে এসেছে মাত্র ১০ পয়েন্ট। দিল্লির এখনও আরও তিনটি ম্যাচ বাকি আছে এবং প্লে-অফে উঠতে হলে তাদের এই বাকি ম্যাচগুলো জিততেই হবে।

নিজেদের শেষ ম্যাচের হার ভুলে প্লে অফের দৌড়ে টিকে থাকতে এ দিন মাঠে নামবে দিল্লি। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে রাজস্থান রয়্যালসকে হারানো ছাড়া দিল্লি ক্যাপিটলসের আর কোনও বিকল্প নেই। বর্তমানে দিল্লির নেট রান রেট হল +০.১৫০। অন্যদিকে রাজস্থান রয়্যালস ১১ ম্যাচে সাতটি ম্যাচ জিতে এবং চারটি ম্যাচ হেরে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে। প্লে অফে যোগ্যতা অর্জনের জন্য রাজস্থানের প্রয়োজন মাত্র দুই পয়েন্ট। রাজস্থানের রান রেটও +০.৩২৬১. দুই দলের মধ্যে খেলা শেষ পাঁচটি ম্যাচে রয়্যালসই এগিয়ে রয়েছে। এর মধ্যে তিনটিতে জয় পেয়েছে রাজস্থান এবং দুটি ম্যাচে জয় পেয়েছে দিল্লি। IPL 2022-এর ৩৪তম ম্যাচে দিল্লিকে ১৫ রানে হারিয়েছিল রাজস্থান। ফলে এদিন সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে বদলা নিতে চাইবেন ঋষভ পন্তরা। এদিনের ম্যাচে হেতমায়েরের পরিবর্তে কে দলের মিডিল অর্ডার সামলান সেটাি দেখার। শোনা যাচ্ছে জিমি নিশামকে নামাতে পারে রাজস্থান।

দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ:

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- জোস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদূত পাডিক্কাল, রিয়ান পরাগ, জিমি নিশাম/রাসি ভ্যান ডের ডুসেন, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ সেন।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, কেএস ভারত, মিচেল মার্শ, ঋষভ পন্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, রিপল প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ, এনরিক নরকিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন