বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ক্যাপ্টেন কুল কেন অধিনায়কত্ব ছাড়লেন? CSK সিইও বললেন জাদেজা-ধোনির আসল গল্প

ক্যাপ্টেন কুল কেন অধিনায়কত্ব ছাড়লেন? CSK সিইও বললেন জাদেজা-ধোনির আসল গল্প

জাদেজা-ধোনির আসল গল্প

কী কারণে ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন সেই তথ্যই এবার প্রকাশ্যে আনলেন CSK সিইও।

মহেন্দ্র সিং ধোনি আরও একবার বড় সিদ্ধান্ত নিলেন। ১৫তম আইপিএল শুরুর দু’দিন আগেই সিএসকে-র অধিনায়কত্ব ছেড়ে সকলকে অবাক করে দিলেন মাহি। ধোনির এই সিদ্ধান্তের পর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মহেন্দ্র সিং ধোনির এই সিদ্ধান্তে সকলকে যেমন বিস্মিত করেছে,তেমনি তার ভক্তদের মনও ভেঙেছে। মাহি সিদ্ধান্তের পিছনের আসল কারণ জানার চেষ্টা করছেন সবাই। কী কারণে ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন সেই তথ্যই এবার প্রকাশ্যে আনলেন CSK সিইও।

ধোনির অধিনায়কত্ব ছাড়ার কারণ জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ নিজেই। ইএসপিএনক্রিকইনফো-এর সাথে কথা বলার সময় সিইও কাশী বিশ্বনাথ বলেন,‘ধোনি দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব ছাড়ার কথা ভাবছিলেন এবং তিনি অনুভব করেছিলেন যে অধিনায়কত্ব ছাড়ার এটাই সঠিক সময়।’ কাশী বিশ্বনাথ বলেছিলেন যে দল যখন দল অনুশীলনে যাচ্ছিল তখন তিনি এই কথা বলেছিলেন। অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে তিনি সেই সময় মুখ খোলেন। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ আরও বলেন,‘মহেন্দ্র সিং ধোনি তাকে ব্যক্তিগত কারণ দেননি।’

এর বাইরে রবীন্দ্র জাদেজার হাতে অধিনায়কত্ব হস্তান্তরের কথা বলতে গিয়ে কাশী বিশ্বনাথ বলেন,‘রবীন্দ্র জাদেজা এই সময়ে তার ক্যারিয়ারের সেরা পর্বের মধ্য দিয়ে যাচ্ছেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করার এটাই উপযুক্ত সময়।’ তিনি আরও বলেন,‘জাদেজার নাম এর আগেও আলোচনায় এসেছে। গত বছরও তার নাম নিয়ে একটি প্রস্তাব এসেছিল এবং আমরাও জানতাম রবীন্দ্র জাদেজা ধোনি সেরা উত্তরাধিকারী হতে পারেন।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন