বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: PSL-এ খেলেছেন, কিন্তু IPL থেকে কেন নাম তুললেন KKR-র হেলস? জানুন আসল কারণটা

IPL 2022: PSL-এ খেলেছেন, কিন্তু IPL থেকে কেন নাম তুললেন KKR-র হেলস? জানুন আসল কারণটা

অ্যালেক্স হেলস। (ছবি সৌজন্যে এএফপি এবং কেকেআর)

কেকেআরকে ধন্যবাদ জানিয়েছেন হেলস।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। কিন্তু আইপিএল থেকে নাম তুলে নিলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অ্যালেক্স হেলস। পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও কেন আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন, সেই কারণটা নিজেই জানিয়েছেন ইংরেজ তারকা।

কী বলেছেন ইংল্যান্ডের তারকা ওপেনার?

শুক্রবার একটি বিবৃতিতে হেলস বলেন, 'আসন্ন আইপিএল থেকে নাম তুলে নেওয়ার কঠোর সিদ্ধান্ত নিয়েছি আমি। গত চার মাস বাড়ির বাইরে বায়ো বাবলে থাকতে হয়েছে এবং অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আরও একটি সুরক্ষিত পরিবেশে থাকতে ইচ্ছা করছে না আমার। জৈবপ্রযুক্তি বলয়ের ক্লান্তির কারণে আমার থেকে যেমন আশা করা হচ্ছে, সেই পর্যায়ে খেলতে না পারলে তা দল বা আমার পক্ষে সঠিক হবে না।'

আসন্ন মরশুমের জন্য নাম তুলে নিলেও নাইট ব্রিগেডকে ধন্যবাদ জানিয়েছেন ইংরেজের তারকা ওপেনার। তিনি বলেন, 'নিলামের সময় আমার উপর আস্থা রাখায় এবং গত কয়েক সপ্তাহে লাগাতার সাহায্যের জন্য কেকেআরকে ধন্যবাদ জানাতে চাই। টুর্নামেন্টের জন্য বাজ (ব্রেন্ডন ম্যাককালাম), শ্রেয়স (আইয়ার) এবং পুরো দলকে শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতে কোনও সময় নাইট সমর্থকদের সঙ্গে দেখা করতে চাই।'

উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগের খেলার মাঝেই এবার আইপিএলের মেগা নিলামে হেলসকে ১.৫ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। তারপরই দীর্ঘদিন বায়ো বাবলে থাকার ক্লান্তির কারণে পিএসএলের মাঝপথে বিদায় নিয়েছিলেন। সপ্তাহদুয়েকের মধ্যে আবার পিএসএলে ফিরেছিলেন। যোগ দিয়েছিলেন ইসলামাবাদ ইউনাইটেডে। যিনি বিগ ব্যাগ লিগের (বিবিএল) সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বন্ধ করুন