'ইয়ে তো বস শুরুয়াত হ্যায়'- উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের অ্যানথেম সামনে এসেছিল আগেই। তবে শুধু শোনা গিয়েছিল গান। শনিবার উইমেন্স প্রিমিয়র লিগ শুরুর দিনে প্রকাশিত হল থিম সং-এর ভিডিয়ো।
উদ্বোধনী ম্যাচের কয়েক ঘণ্টা আগে ডব্লিউপিএল-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে পোস্ট করা হয় অ্যানথেমের ভিডিয়ো। বিসিসিআই সচিব জয় শাহ নিজের টুইটার হ্যান্ডেল থেকেও পোস্ট করেন উইমেন্স প্রিমিয়র লিগের থিম সং-এর ভিডিয়োটি।
বলাবাহুল্য ২ মিনিটের ভিডিয়োটি যারপরনাই আপ্লুত করে ক্রিকেটপ্রেমীদের। শঙ্কর মহাদেবন, হর্ষদীপ কউর, নীতি মোহন, আকৃতিদের গাওয়া গানটি যে নেটিজেরদের পছন্দ হয়েছে, তা বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় সেটি শেয়ার হওয়ার বহর দেখেই।
উল্লেখ্য, শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে বিসিসিআই। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন দুই বলিউড সুন্দরী কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন। দর্শদের মন মাতাবেন এপি ধিলনও। বিসিসিআই শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত ভিডিয়ো পোস্ট করে, যেখানে এপি ধিলনের গানের সঙ্গে গিটারে জেমিমা রডরিগেজকে সঙ্গত করতে দেখা যায়।
কখন শুরু হবে উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠান:-
প্রথামিকভাবে বোর্ডের তরফে জানানো হয়েছিল যে বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে পরে বদল করা হয় সূচি। পরিবর্তিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন:-
ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কিয়ারা আডবানি, কৃতি শ্যানন ও এপি ধিলন।
স্টেডিয়ামের দরজা খুলবে কখন:-
উদ্বোধনী অনুষ্ঠানের আগে ডিওয়াই পাতিল স্টেডিয়ামের দরজা খুলবে বিকাল ৪টের সময়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup