উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচের আগেই স্কোয়াডে রদবদল করতে বাধ্য হল গুজরাট জায়ান্টস। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ক্যারিবিয়ান অল-রাউন্ডার দিয়েন্দ্রা ডটিন।
তড়িঘড়ি ডটিনের পরিবর্ত ক্রিকেটার খুঁজে নেয় গুজরাট। তারা দলে নেয় অস্ট্রেলিয়ার পেসার অল-রাউন্ডার কিম গার্থকে। ডটিনকে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম থেকে ৬০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল গুজরাট জায়ান্ট। অন্যদিকে ৩০ লক্ষ টাকা বেস প্রাইসের কিম অবিক্রিত ছিলেন নিলামে। অজি তারকা ইতিমধ্যেই যোগ দিয়েছেন জায়ান্টস শিবিরে। যদিও ডটিনের চোটের ধরন নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
ডটিনের তুলনা কিমের অভিজ্ঞতা অনেক কম। তবে কিমের আন্তর্জাতিক রেকর্ড রীতিমতো ঝলমলে। তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেন আয়ারল্যান্ডের হয়ে। পরে অস্ট্রেলিয়ার জাতীয় দলে যোগ দেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে শেষবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন গত ডিসেম্বরে ভারত সফরে। যদিও গত মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও মাঠে নামেন গার্থ।
আরও পড়ুন:- BAN vs ENG: মাঝব্যাটে লাগল বল, LBW-র জন্য DRS নিয়ে হাসির খোরাক বাংলাদেশ- ভিডিয়ো
ডটিনের আন্তর্জাতিক কেরিয়ার:-
দিয়েন্দ্রা ডটিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪৩টি ওয়ান ডে ও ১২৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ওয়ান ডে ক্রিকেটে ৩৭২৭ রান সংগ্রহ করেছেন তিনি। ৩টি সেঞ্চুরি ও ২২টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। উইকেট নিয়েছেন ৭২টি। ডটিন আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৬৯৭ রান সংগ্রহ করেন। সংক্ষিপ্ত ফর্ম্যাটে ২টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। উইকেট নেন ৬২টি।
আরও পড়ুন:- BAN vs ENG: ‘নাম কা ওয়াস্তে’ লড়াই শাকিবের, বাংলাদেশকে দুমড়ে দিয়ে সিরিজ জিতলেন বাটলাররা
কিমের আন্তর্জাতিক কেরিয়ার:-
কিম গার্থ আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার হয়ে ৩৬টি ওয়ান ডে ও ৫৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন। ৫০ ওভারের ক্রিকেটে ২টি অর্ধশতরান-সহ ৪৫০ রান সংগ্রহ করেন তিনি। উইকেট নেন ২৩টি। টি-২০ ক্রিকেটে ১টি অর্ধশতরান-সহ ৭৬২ রান করার পাশাপাশি ৪৩টি উইকেট নিয়েছেন কিম।
গুজরাট জায়ান্টস স্কোয়াড:-
ভারতীয় ক্রিকেটার:
১. স্নেহ রানা (অল-রাউন্ডার)
২. সুষমা বর্মা (উইকেটকিপার)
৩. তনুজা কানওয়ার (অল-রাউন্ডার)
৪. হার্লিন দেওয়ল (অল-রাউন্ডার)
৫. অশ্বনী কুমারী (অল-রাউন্ডার)
৬. দয়ালান হেমলতা (অল-রাউন্ডার)
৭. মানসী যোশি (অল-রাউন্ডার)
৮. মণিকা প্যাটেল (বোলার)
৯. সাব্বিনেনি মেঘনা (ব্যাটার)
১০. হার্লি গালা (অল-রাউন্ডার)
১১. পারুনিকা সিসোদিয়া (বোলার)
১২. শবনম শাকিল (বোলার)
বিদেশি ক্রিকেটার:-
১. অ্যাশলেই গার্ডনার (অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার)
২. বেথ মুনি (অস্ট্রেলিয়ার উইকেটকিপার)
৩. জর্জিয়া ওয়ারহ্যাম (অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার)
৪. অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার)
৫. কিম গার্থ (অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার)
৬. সোফিয়া ডাঙ্কলি (ইংল্যান্ডের ব্যাটার)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।