বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Wriddhiman Saha on KKR: ‘KKR হয়তো মনে করে বাংলা খেলোয়াড়রা ভালো করতে পাররে না’, তুমুল ক্ষোভপ্রকাশ ঋদ্ধির

Wriddhiman Saha on KKR: ‘KKR হয়তো মনে করে বাংলা খেলোয়াড়রা ভালো করতে পাররে না’, তুমুল ক্ষোভপ্রকাশ ঋদ্ধির

ঋদ্ধিমান সাহা এবং কেকেআর। (ছবি সৌজন্যে আইপিএল)

Wriddhiman Saha on KKR: এবারের কেকেআরের যে ২৫ জনের দল ছিল, তাতে একজনও বাংলার খেলোয়াড় ছিলেন না। অথচ ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, শাহবাজ আহমেদরা অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে দুর্দান্ত খেলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে কয়েকটি ম্যাচে দারুণ খেলেছেন আকাশদীপও।

কলকাতার দল। অথচ বাংলার একজনও খেলোয়াড় নেই। তা নিয়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) উপর ঘুরিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ঋদ্ধিমান সাহা। চাঁচাছোলা ভাষায় 'পাপালি' বললেন, ‘হয়তো ওঁরা (কেকেআরের লোকজন) বিশ্বাস করেন না যে বাংলার খেলোয়াড়রা ভালো করতে পারে।’

গুজরাট টাইটানসের জার্সিতে আইপিএল জয়ের পর স্পোর্টসকিডায় ঋদ্ধি বলেন, ‘আপনাদের দেখতে হবে যে বাংলা খেলোয়াড়দের উপর কেকেআরের স্কাউট এবং ম্যানেজমেন্টের যথেষ্ট ভরসা আছে কিনা। হয়তো ওঁরা বিশ্বাস করেন না যে বাংলার খেলোয়াড়রা ভালো করতে পারে।’ 

এবারের কেকেআরের যে ২৫ জনের দল ছিল, তাতে একজনও বাংলার খেলোয়াড় ছিলেন না। অথচ ঋদ্ধি, মহম্মদ শামি, শাহবাজ আহমেদরা অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে দুর্দান্ত খেলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে কয়েকটি ম্যাচে দারুণ খেলেছেন আকাশদীপও। সেই পরিস্থিতিতে বাংলার ক্রিকেট মহলের সমালোচনার মুখে পড়েছে কেকেআর ম্যানেজমেন্ট। একাংশের প্রশ্ন, যে খেলোয়াড়দের দলে নিয়েছে, তাঁদের থেকেও কি বাংলার খেলোয়াড়দের খারাপ মনে করে নাইট শিবির? 

আরও পড়ুন: পরের মরশুমে KKR দলে জায়গা পাবে বাংলার বহু ক্রিকেটার! আশার আলো দেখালেন CAB সভাপতি

যদিও বিষয়টি নিয়ে কেকেআরের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তারইমধ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘আমরা কেকেআর দলে আরও বেশি করে বাংলার ক্রিকেটারদের দেখতে চাই। আমি এই বিষয়টা তুলে ধরব। ট্যালেন্ট সার্চ কমিটি এই বিষয়টা দেখবে যাতে বাংলার উপযু্ক্ত ছেলেরা কেকেআর দলে জায়গা পায়।’

বন্ধ করুন