বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > WTC final 2023: শুভমনের কোন শটে কাহিল হবে তাবড় অজি বোলাররা, বলে দিলেন পন্টিং

WTC final 2023: শুভমনের কোন শটে কাহিল হবে তাবড় অজি বোলাররা, বলে দিলেন পন্টিং

রোহিত শর্মা (বাঁদিকে) এবং শুভমন গিল (ডানদিকে)।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুভমনের ওপেন করা এক প্রকার নিশ্চিত। ভারতের ব্যাটিং লাইন আপ গত বারের ফাইনালের মতো বেশির ভাগ ক্ষেত্রেই এক থাকবে। তবে গিলের কাঁধে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলেউডের মতো বোলারকে মোকাবিলা করার বাড়তি দায়িত্ব থাকবে।

২০২১ সালের জুনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে যখন ওপেন করতে নেমেছিলেন শুভমন গিল, তখন তাঁর বয়স ২২-ও ছিল না। তবে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং কাইল জেমিসনের শক্তিশালী নতুন বলের আক্রমণের বিরুদ্ধে তিনি শুরুটা কারাপ না করলেও, চালিয়ে যেতে পারেননি। প্রথম ইনিংসে তিনি ২৮ করে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসেও শুভমন ব্যর্থ হয়েছিলেন। তবে তার পর থেকে, বিশেষ করে গত ছয় মাস বা তারও বেশি সময় ধরে তিনি নিজের উন্নতির জন্য সব রকম ভাবে লড়াই করে গিয়েছেন এবং ভালো সম্প্রতি ক্রিকেটের প্রতিটি বিভাগেই খুব ভালো পারফরম্যান্স করছেন।

আরও পড়ুন: WTC Final-এ একাদশে থাকবেন না অশ্বিন- বড় দাবি করলেন অজিদের সহকারী কোচ ভেত্তোরি

ওয়ানডে-তে বিশ্বরেকর্ড করে ডাবল সেঞ্চুরি সহ তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। ২০২৩ আইপিএলে তিনটি সেঞ্চুরি সহ সব মিলিয়ে টুর্নামেন্টের একক সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান (৮৯০) সংগ্রহকারী হয়েছেন। এবং এই বছর অরেঞ্জ ক্যাপ জিতেছেন। স্বাভাবিক ভাবেই এই বছর শুভমনকে ঘিরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রত্যাশা আকাশছোঁয়া থাকবে। প্রসঙ্গত, এবার ইংল্যান্ডের ওভালে ৭ জুন থেকে শুরু হচে চলা এই ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

ডব্লিউটিসি ফাইনালে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুভমনের ওপেন করা এক প্রকার নিশ্চিত। ভারতের ব্যাটিং লাইন আপ গত বারের ফাইনালের মতো বেশির ভাগ ক্ষেত্রেই এক থাকবে। তবে গিলের কাঁধে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলেউডের মতো বোলারকে মোকাবিলা করার বাড়তি দায়িত্ব থাকবে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, ‘গিলের ক্ষেত্রে অজি পেসারদের সামলানোটা গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: কেএস ভরত নাকি, ইশান কিষাণ- WTC Final-এ কে খেলবেন? ১২ জনের দল বাছলেন শাস্ত্রী

কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং, যিনি দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে আইপিএলের গত কয়েক মরশুম ধরে রয়েছেন। এবং আইপিএলের ম্যাচ খেলতে গিয়ে শুভমন গিলকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। পন্টিং বিশ্বাস করেন যে, শুভমন গিল ডব্লিউটিসি ফাইনালে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবেন। দুই বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ফ্রন্ট ফুটে গিলের শর্ট-আর্ম পুল শট খুবই শক্তিশালী, যা অজি পেসারদের চিন্তার কারণ হয়ে উঠতে পারে।

পন্টিং আইসিসিকে বলেছেন, ‘ও এখন দুরন্ত ছন্দে রয়েছে। সে ফাস্ট বোলারদের বিরুদ্ধে যে ধরনের ফ্রন্ট ফুট পুল শট খেলে, তা গুরুত্বপূর্ণ হবে। এবং সেটা খেলার জন্য এই অস্ট্রেলিয়ান আক্রমণের বিরুদ্ধে ওর প্রয়োজন হবে।’

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে প্রথম অনুশীলন সেশন করেছেন ডান-হাতি তারকা। শুভমন, মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা দেরীতে দলে যোগ দিয়েছেন, কারণ তারা ২০২৩ আইপিএল ফাইনালের অংশ ছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.