জয়পুরে ইতিহাস রাজস্থান রয়্যালসের। সোয়াই মান সিংহ স্টেডিয়ামে আইপিএলের সর্বোচ্চ দলগত ইনিংস গড়ে চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেন সঞ্জু স্যামসনরা।
উল্লেখযোগ্য বিষয় হল, জয়পুরে রান তাড়া করে জয়ের যে অঘোষিত মিথ তৈরি হয়েছে, তা ভেঙে দেয় রাজস্থান। যদিও টস জেতা দলের ম্যাচ জেতার আধিপত্য বজায় থাকে এবারও।
বৃহস্পতিবার জয়পুরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন। রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সোয়াই মান সিংহ স্টেডিয়ামে এটিই আইপিএলের সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড। এই মাঠে আগে কখনও কোনও দল ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি। এতদিন জয়পুরে সর্বোচ্চ দলগত ইনিংস ছিল রাজস্থানের। তারা ২ বার ১৯৭ রান তোলে এই স্টেডিয়ামে।
চেন্নাইয়ের বিরুদ্ধে এদিন মাত্র ২৬ বলে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করেন যশস্বী জসওয়াল। শেষমেশ তিনি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এছাড়া জোস বাটলার ২৭, সঞ্জু স্যামসন ১৭, শিমরন হেতমায়ের ৮, দেবদূত পাডিক্কাল ২৭ ও রবিচন্দ্রন অশ্বিন ১ রানের যোগদান রাখেন।
চেন্নাইয়ের হয়ে ২টি উইকেট নেন তুষার দেশপান্ডে। ১টি করে উইকেট দখল করেন রবীন্দ্র জাদেজা ও মাহিশ থিকসানা। উইকেট পাননি আকাশ সিং, মইন আলি ও মাথিসা পথিরানা।
সুতরাং, জিততে হলে জয়পুরে রেকর্ড রান তাড়া করতে হতো চেন্নাইকে। তারা শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭০ রানে আটকে যায়। ৩২ রানের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রাজস্থান।
ব্যর্থ হয় শিবম দুবের লড়াকু হাফ-সেঞ্চুরি। তিনি ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫২ রান করে আউট হন। রুতুরাজ গায়কোয়াড় ২৯ বলে ৪৭ রান করেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ডেভন কনওয়ে ৮, অজিঙ্কা রাহানে ১৫, মইন আলি ২৩ ও রবীন্দ্র জাদেজা ২৩ রানের যোগদান রাখেন। রাজস্থানের হয়ে অ্যাডাম জাম্পা ৩টি, রবিচন্দ্রন অশ্বিন ২টি ও কুলদীপ যাদব ১টি উইকেট দখল করেন। ম্য়াচের সেরা হন যশস্বী।
এই নিয়ে জয়পুরে মোট ৪৯টি আইপিএল ম্যাচে খেলা হয়। তার মধ্যে ৩২ ম্যাচ জিতেছে রান তাড়া করা দল। মোট ১৭টি ম্যাচ জেতে শুরুতে ব্যাট করা দল।
চেন্নাইকে হারানোর সুবাদে ধোনিদের থেকে লিগ টেবিলের শীর্ষস্থান ছিনিয়ে নেয় রাজস্থান। তারা তিন থেকে একলাফে এক নম্বরে উঠে আসে। চেন্নাই ছাড়াও রাজস্থান লিগ টেবিলে পিছনে ফেলে দেয় গুজরাট টাইটানসকে। চেন্নাই তৃতীয় স্থানে পিছলে যায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।