এবারের আইপিএলে ব্যাট হাতে এই দু'জনেই শতরান করেছেন। একজন প্রথমে শতরান করেছেন অপরজন বৃহস্পতিবার সেঞ্চুরি করলেন। তারা হলেন বিরাট কোহলি এবং যশস্বী জয়েসওয়াল। এই ব্যাটারই নিজেদের ব্যাটিং পারফরম্যান্স সমর্থক থেকে বিশেষজ্ঞদের মন জয় করে নিয়েছেন।
সম্প্রতি ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ জানান, যশস্বী-বিরাট কোহলির থেকে কিভাবে ৫০ রানকে ১০০ তে পরিণত করা যায় তা শিখেছে। যশস্বী চলতি মরশুমের আইপিএলে অরেঞ্জ ক্যাপের অধিকারী তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বাঁহাতি এই ব্যাটার একের পর এক ম্যাচে তাঁর ব্যাটিং দক্ষতায় নজর কেড়েছে। সম্প্রতি আইপিএলের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের এক সাক্ষাৎকারে সেহওয়াগ এই বিষয়ে বলেন, 'জয়েসওয়াল আগামীর তারকা। ৫০ রানকে কিভাবে শতরানের পূর্ণ করতে হয় সেই দক্ষতাও শিখেছে বিরাট কোহলির থেকে। বেশিরভাগ ক্রিকেটার ১৩ বলে অর্ধশতরান করার পরে নিজের উইকেট হারিয়ে ফেলে। তবে যশস্বী তা করে না। নিজের রানকে তিন সংখ্যায় পরিণত করতে ও দৃঢ়প্রতিজ্ঞ। যশস্বী সেই উত্তেজনা ধরে রাখতে জানে।'
এই উঠতি তারকা ক্রিকেটার আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১৩ টি ম্যাচ খেলে ৫৭৫ রান করেছে। ইতিমধ্যেই চারটি অর্ধশতরান এবং একটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ব্যাটিং গড় ৪৭.৯২। এই বছরের সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর তালিকায় ফাফ ডু'প্লেসি ও গুজরাট টাইটানসের শুভমন গিলের পরেই রয়েছে তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে তাঁর ঝোড়ে ব্যাটিংয়ের সামনে স্রেফ উড়ে যায় নাইট বাহিনী। জয়সওয়াল আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম অর্ধশতরান করেন। ১৩ বলে ৫০ রান করে তাক লাগিয়ে দেন সকলকে। সেই ম্যাচে শতরান করতে না পারলেও ৯৮ রানে অপরাজিত থাকেন তিনি।
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬২ বলে ১২৪ রানের ইনিংস খেলেন। সব মিলিয়ে বলাই যায় নিজের স্বপ্নের ফর্মে রয়েছে এই তরুণ ব্যাটার। তাঁর ব্যাটিং দেখে খোদ বিরাট কোহলিও প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন, 'বাহ! বর্তমানে এটি আমার দেখা অন্যতম সেরা ইনিংস। সত্যি দুর্দান্ত।' দুর্দান্ত পারফরম্যান্স করলেও জাতীয় দলের হয়ে এখনও খেলার ডাক পাননি যশস্বী। তবে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি জাতীয় দলের হয়ে খেলতে চলেছেন স্বপ্নের নায়ক যশস্বী জয়েসওয়াল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।