বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ৩ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ, তবু KKR-এ খেলা হয়নি পাক ক্রিকেটারের

৩ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ, তবু KKR-এ খেলা হয়নি পাক ক্রিকেটারের

শাহরুখ খান এবং ইয়াসির আরাফত।

আইপিএলের দ্বিতীয় বছরের আগে ২০০৮ সালেই ইয়াসির আরাফত কেকেআর-এ সইও করেছিলেন। তবু আইপিএলে খেলা হয়নি তাঁর।

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তি করেও নাকি খেলা হয়নি পাকিস্তানের প্রাক্তন অল রাউন্ডার ইয়াসির আরাফতের। তিনি দাবি করেছেন, শাহরুখ খান নিজে নাকি তাঁর সঙ্গে কথা বলেছিলেন। কলকাতার দলের তরফে তাঁকে তিন বছরের চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছিল। 

আইপিএলের দ্বিতীয় বছরের আগে ২০০৮ সালেই ইয়াসির আরাফত কেকেআর-এ সইও করেছিলেন। কিন্তু মুম্বই হামলার জেরে আইপিএলে পাকিস্তান ক্রিকেটারদের ব্যান করে দিয়েছিল বিসিসিআই। তাই তাঁর আর নাইটদের জার্সিত খেলা হয়নি। সেই আফসোসটা এখনও রয়ে গিয়েছে ইয়াসিরের।

একটি সাক্ষাৎকারে ইয়াসির আরাফত বলেছেন, ‘আইপিএলের প্রথম বছরটা আমি খেলিনি। তবে দ্বিতীয় বছরের জন্য কলকাতা নাইট রাইডার্স একজন স্পেশ্যাল স্কাউট ইংল্যান্ডে এসেছিলেন আমার পারফরমেন্স দেখতে। সেই স্কাউট আমার সঙ্গে দেখা করে বলেছিলেন, শাহরুখ খান নাকি আমার পরিসংখ্যান নজরে রাখছেন। আমি সেই স্কাউটের কথা বিশ্বাস করিনি। ভেবেছিলাম, আমার সঙ্গে মজা করা হচ্ছে। সেই স্কাউট আমকে ওঁর একটি কার্ড দিয়েছিলেন, কিন্তু আমি আর যোগাযোগ করিনি।’

এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘এর পর আমি ভারত থেকে একটি ফোন পেলাম। আমার থেকে জানতে চাওয়া হয়, কেন আমি যোগাযোগ করিনি। তখন আমি বুঝলাম, এটা মজা ছিল না। জানতে পারলাম, কেকেআর আমাকে ৩ বছরের চুক্তির প্রস্তাব দিতে চলেছে। পরের দিন শাহরুখ খান আমাকে ফোন করেন। এবং বলেন, ওঁর দলে আমাকে চাইছেন। তার পরে লন্ডনে এসে আমাকে চুক্তির প্রস্তাব দেন।’

বন্ধ করুন