বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > জানেন কেন হার্দিকের ফোন পেয়েই কেঁদে ফেললেন ক্রুণাল পান্ডিয়া

জানেন কেন হার্দিকের ফোন পেয়েই কেঁদে ফেললেন ক্রুণাল পান্ডিয়া

হার্দিকের ফোন পেয়েই কেঁদে ফেললেন ক্রুণাল পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমার পরিবারই আমার শক্তি।’ তিনি আরও বলেন, ‘আইপিএল জেতার পর আমি আমার দাদা ক্রুণাল পান্ডিয়াকে ফোন করেছিলাম তখন সে কেঁদে ফেলেছিল। যখন ফোন করেছিলাম তখন আমার বোনও কেঁদে ফেলে ছিলেন। তবে ওগুলো ছিল সুখের অশ্রু। আমি জানি যে আমি মাঠে পারফর্ম করতে পারি কারণ এই লোকেরা আমার পিছনে থাকে।’

IPL 2022 ট্রফি উঠেছে গুজরাট টাইটানসের হাতে। আইপিএল-এর নতুন এই ফ্র্যাঞ্চাইজি তাদের প্রথম মরশুমেই আইপিএল জিতেছে। তবে ২০২২ আইপিএল-এর মেগা নিলামের পর এই দলকে নিয়ে কেউ বাজি ধরেনি। হার্দিক পান্ডিয়ার এই দলকে অবমূল্যায়ন করা হচ্ছিল। কিন্তু দুই মাস এবং৭৪ম্যাচের পরেহার্দিক পান্ডিয়ার হাতে ২০২২ আইপিএল ট্রফি ওঠে। গুজরাটের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ এই নতুন দলটি চ্যাম্পিয়ন হয়েছে।

গুজরাট চ্যাম্পিয়ন হওয়ার পরে হার্দিককে জড়িয়ে ধরেছিলেন তার স্ত্রী নাতাশা। এটা সত্যিই একটি আবেগপূর্ণ মুহূর্ত ছিল। হার্দিক,যার অলরাউন্ড পারফরম্যান্সের ফলে তার দল ফাইনালে জেতে। ফাইনালের পরে তিনি বলেছিলেন,‘আমি ভালবাসায় বেঁচে আছি, যা আমি আমার পরিবারের কাছ থেকে পেয়েছি।’

হার্দিক পান্ডিয়া বলেন,‘আমার পরিবারই আমার শক্তি।’ তিনি আরও বলেন,‘আইপিএল জেতার পর আমি আমার দাদা ক্রুণাল পান্ডিয়াকে ফোন করেছিলাম তখন সে কেঁদে ফেলেছিল। যখন ফোন করেছিলাম তখন আমার বোনও কেঁদে ফেলে ছিলেন। তবে ওগুলো ছিল সুখের অশ্রু। আমি জানি যে আমি মাঠে পারফর্ম করতে পারি কারণ এই লোকেরা আমার পিছনে থাকে।’

বন্ধ করুন