পুরানো দলের বিরুদ্ধে সেরা স্পেল করলেন যুজবেন্দ্র চাহাল। এরপরেই তাঁরস্ত্রী ধনশ্রীর প্রতিক্রিয়া মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। রাজস্থান রয়্যালসের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল আইপিএল ২০২২-এ ভালো পারফর্ম করছেন। চাহাল তাঁর পুরানো দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিরুদ্ধে বল নিয়েও চমক দেখিয়েছিলেন। নিজের প্রথম ওভারেই আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিকে আউট করেন চাহাল।
এরপর চাহালের দ্বিতীয় ওভারে ইংলিশ ব্যাটসম্যান ডেভিড উইলিও আউট হন। চাহালের স্পিন বলের জালে ধরা পড়েন উইলি। এছাড়াও বিরাট কোহলিকে আউট করতেও চাহাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।চাহাল চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন। চাহালের দুর্দান্ত বোলিং সত্ত্বেও রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারের মুখে পড়তে হয়েছে। তবে এদিনের ম্যাচ হারলেও চাহালের পারফরমেন্স ছিল দুর্দান্ত।
এদিনের ম্যাচ চলাকালীন চাহালের স্ত্রী ধনশ্রী বার্মাও তাঁর স্বামীকে স্ট্যান্ড থেকে উৎসাহ দিলেন। ধনশ্রীর উল্লাসের ছবি ক্যামেরায় ধরা পড়ে যায়। এই ম্যাচে নবম ওভারে চাহাল যখন ডেভিড উইলিকে বোল্ড করেনতখন ধনশ্রীর উচ্ছাসের প্রতিক্রিয়া দেখা যায়। খুশি প্রকাশ করতে গিয়ে নিজেকে আটকাতে পারলেন না ধনশ্রী। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়।
২০২০২ সালের ডিসেম্বরে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী গাঁটছড়া বাঁধেন। ধনশ্রী একজন দুর্দান্ত কোরিওগ্রাফার এবং তাঁর নাচের ভিডিয়োগুলি বেশ ভাইরাল হয়। ধনশ্রীর নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।তাঁর চ্যানেলে ২৫.৯ লক্ষেরও বেশি সাবসক্রাইবার রয়েছে। ধনশ্রী বলিউডের গান রিক্রিয়েট করছেন। এছাড়াও,তিনি হিপ-হপের প্রশিক্ষণও দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।