যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা এবং শ্রেয়স আইয়ারকে নিয়ে এমনিতেই রসালো কাহিনির শেষ নেই। এবার আইপিএলের মধ্যে একই ফ্রেমে ধরা পড়লেন ধনশ্রী এবং কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্থায়ী অধিনায়ক। যা দেখে নেটিজেনরা যেন নিজেদের আটকে রাখতে পারছেন না। অনেকে তো রাজস্থান রয়্যালসের তারকা চাহালকে ‘সান্ত্বনা’-ও দিতে থাকেন। কেউ-কেউ আবার পুরো বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ধনশ্রী এবং শ্রেয়স আগে থেকেই একে অপরের পরিচিত। তাই পুরো বিষয়টি নিয়ে যে রসালো কাহিনি চলছে, তাতে ইতি টানার আর্জি জানিয়েছেন তাঁরা।
বিষয়টি ঠিক কী হয়েছে? শুক্রবার ধনশ্রীর পরিচিত এক মহিলার বাড়িতে ইফতার পার্টি ছিল। তাতে হাজির ছিলেন রাজস্থানের তারকা স্পিনার চাহালের স্ত্রী। জম্পেশ ইফতার পার্টির ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই মহিলা। ইনস্টাগ্রাম স্টোরিতে ইফতার পার্টির যে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি, তা নিজের স্টোরিতে দেন চাহালের স্ত্রী। সেরকমই কয়েকটি ছবিতে শ্রেয়সকে দেখা গিয়েছে। যিনি চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। খেলতে পারবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। অনেক বন্ধুদের নিয়ে যে গ্রুপ ফোটো তোলা হয়েছে, তাতে কেকেআর তারকাকে পিছন দিকে দেখতে পেয়ে যান নেটিজেনরা। বেশ খানিকটা সামনে ছিলেন ধনশ্রী।
আরও পড়ুন: কীভাবে ধনশ্রীর সঙ্গে পরিচয়? যুজবেন্দ্র চাহালের বিয়ের গল্প শুনলে অবাক হবেন
একই ছবির ফ্রেমে ধনশ্রী এবং শ্রেয়সকে দেখেই তুমুল ট্রোল করতে থাকেন নেটপাড়ার একাংশ। ছড়িয়ে পড়ে অসংখ্য মিম। শ্রেয়স এবং ধনশ্রীর ছবি পোস্ট করে এক নেটিজেন বলেন, ‘চাহাল ভাইয়ের সঙ্গে ঠিক হচ্ছে না।’ একজন তো আবার এককাঠি এগিয়ে গিয়ে লেখেন, ‘চাহাল ভাইয়ের জন্য সুবিচার চাই।’ অনেকেই ধনশ্রী এবং শ্রেয়সের আরও একটি ছবি পোস্ট করেন। একজন আবার লেখেন, ‘বলেছিলাম যে একসঙ্গে রিলস যেন বানায়।’
তারইমধ্যে অনেকে আবার ধনশ্রী এবং শ্রেয়সের 'বন্ধুত্ব' নিয়ে যে 'নোংরামি' চলছে, তাতে ক্ষোভপ্রকাশ করেছেন একাংশ। তেমনই একজন বলেন, 'শ্রেয়সের বোন এবং ধনশ্রী দীর্ঘদিনের বন্ধু। চাহালের বিয়ের আগে থেকেই ধনশ্রীকে চিনতেন শ্রেয়স। শ্রেয়স এবং ধনশ্রী ভালো বন্ধু। তাই গুজব ছড়ানো বন্ধ করুন।' উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে স্টেডিয়ামে হাজির ছিলেন ধনশ্রী।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।