বাংলা নিউজ > ময়দান > Irani Cup: মাত্র ১৯৮ রানেই গুটিয়ে গেল মধ্যপ্রদেশ, ২৩৮ রানে বড় জয় অবশিষ্ট ভারতের
ইরানি কাপে চাপে রয়েছে মধ্যপ্রদেশ, অ্যাডভান্টেজে অবশিষ্ট ভারত।

Irani Cup: মাত্র ১৯৮ রানেই গুটিয়ে গেল মধ্যপ্রদেশ, ২৩৮ রানে বড় জয় অবশিষ্ট ভারতের

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮৪ রান করে অবশিষ্ট ভারত। জবাবে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ মাত্র ২৯৪ রানেই গুটিয়ে যায়। প্রথম ইনিংসেই ROI ১৯০ রানে এগিয়ে ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৪৬ রান করে অবশিষ্ট ভারত। তবে তাদের মোট লিড দাঁড়ায় ৪৩৬ রানের। ৪৩৭ রান তাড়া করতে নেমে ১৯৮ রানেই অলআউট MP।

চতুর্থ দিনের শেষে মধ্যপ্রদেশে স্কোর ছিল ৮১/২ রান। দিনের শেষে ৩৫৬ রানে এগিয়ে ছিল অবশিষ্ট ভারত। সেখান থেকে পঞ্চম দিনের খেলা শুরু হতেই আরও ২ উইকেট হারিয়ে বসে মধ্যপ্রদেশ। তার পরও একের পর এক উইকেট পড়তে থাকে। স্বাভাবিক ভাবেই মধ্যপ্রদেশ কিন্তু চাপেই পড়ে যায়। শেষ পর্যন্তচ মাত্র ১৯৮ রানেই তারা অলআউট হয়ে যায়। লাঞ্চের আগেই এমপি-কে গুটিয়ে দেয় অবশিষ্ট ভারতের বোলাররা। সেই সঙ্গে ২৩৮ রানে বড় জয় ছিনিয়ে নেয় অবশিষ্ট ভারত।

মধ্যপ্রদেশের হয়ে সর্বোচ্চ রান হিমাংশু মন্ত্রীর ৫১। ৪৮ করেছেন হর্ষ গাউলি। অমন সোলাঙ্কি করেছেন ৩১ রান। ২৩ করেছেন অঙ্কিত। বাকিদের অবস্থা তথৈবচ। অবশিষ্ট ভারতের ৩টি উইকেট নিয়েছেন সৌরভ কুমার। ২টি করে উইকেট নিয়েছে মুকেশ কুমার, অতীত শেঠ এবং পুলকিত নারাং, ১ উইকেট নিয়েছেন নভদীপ সাইনি।

05 Mar 2023, 12:03:40 PM IST

১৯৮ রানেই অলআউট মধ্যপ্রদেশ

৫ বলে ৭ করে আউট হন কুমার কার্তিকেয়। তাঁকে এলবিডব্লিউ করেন সৌরভ কুমার। দশ নম্বর উইকেট পড়ে গেল মধ্যপ্রদেশের। ১৯৮ রানেই অলআউট তারা। ২০০ রানও করতে পারেনি এমপি। ২৩৮ রানের বড় ব্য়বধানে জয় পেল অবশিষ্ট ভারত।

05 Mar 2023, 12:03:40 PM IST

অনুভব আগরওয়াল আউট

৭ বলে ৩ করে সাজঘরে ফিরলেন অনুভব আগরওয়াল। ৫৮তম ওভারের শেষ বলে নবম উইকেট পড়ে মধ্যপ্রদেশের। পুলকিত নারাং নিজের বলে নিজেই ক্যাচ ধরেন। ওভার শেষে মধ্য়প্রদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৯২ রান।

05 Mar 2023, 11:52:22 AM IST

আরও ২ উইকেট পড়ল

অল্পের জন্য অর্ধশতরান মিস করলেন হর্ষ। ৪৮ করে (১০৭ বলে) সাজঘরে ফিরলেন তিনি। ৫৫.৪ ওভারে পুলকিত নারাংয়েের বলে এলবিডব্লিউ হন হর্ষ। তার পরের ওভারেই আবার আউট হন অঙ্কিত। ৫৬.৬ ওভারে সৌরভ কুমারের বলে উপেন্দ্র যাদব তাঁকে স্টাম্প করেন। ৩৫ বলে ২৩ করে আউট হন অঙ্কিত। ৫৭ ওভার শেষে ৮ উইকেটে ১৮৮ রান মধ্যপ্রদেশের।

05 Mar 2023, 11:27:46 AM IST

সারাংশ জৈন আউট

মধ্যপ্রদেশ ছয় নম্বর উইকেট হারাল। ৮ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। অতীত শেঠের বলে উপেন্দ্র যাদব ক্যাচ ধরেন। ৪৮ ওভার শেষে  ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করেন। ৮৬ বলে ৩৫ করে হর্ষ লড়াই চালাচ্ছেন। সারাংশের পরিবর্তে নামা অঙ্কিত ৪ বলে ২ রান করে ক্রিজে আছেন।

05 Mar 2023, 11:07:40 AM IST

পঞ্চম উইকেট পড়ল মধ্যপ্রদেশের

পঞ্চম উইকেট পড়ল মধ্যপ্রদেশের। অতীত শেঠ বোল্ড করেন আমন সোলাঙ্কিকে। ৪৫ বলে ৩১ করে সাজঘরে ফেরেন আমন। ৪৬ ওভার শেষে ৫ উইকেটে ১৪৮ রান মধ্যপ্রদেশেপর। আমন এবং হর্ষ মিলে কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু আমন আউট হওয়ায় চাপ বাড়ল মধ্যপ্রদেশের। ৩৩ (৮৩ বল) করে লড়াই চালাচ্ছেন হর্ষ গাউলি। আমনের পরিবর্তে নেমে সারাংশ করেছেন ৩ বলে ৫ রান।

05 Mar 2023, 11:04:16 AM IST

পঞ্চম দিনের শুরুতেই পড়ে ২ উইকেট

পঞ্চম দিনের শুরুতেই তিন নম্বর বলেই নভদীপ সাইনি ফেরান হিমাংশু মন্ত্রীকে। হিমাংশু ৮১ বলে ৫১ করে উপেন্দ্রর যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এর পর ৩৩তম ওভারের তৃতীয় বলে মুকেশ কুমার বোল্ড করেন যশ দুবেকে। ১০ বলে ৮ করে আউট হন যশ দুবে। ৩৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান মধ্যপ্রদেশের।

05 Mar 2023, 10:55:13 AM IST

চতুর্থ দিনের স্কোর

খারাপ আলোর জন্য আগেই শেষ করা হয়েছে চতুর্থ দিনের খেলা। দিনের শেষে মধ্যপ্রদেশে স্কোর ছিল ৮১/২ রান। ৩৫৬ রানে এগিয়ে ছিল অবশিষ্ট ভারত। আজ মধ্যপ্রদেশ কঠিন চ্যালেঞ্জ পার করতে পারে কিনা, সেটাই দেখার!

বন্ধ করুন