মধ্যপ্রদেশ বনাম অবশিষ্ট ভারতের মধ্যে ইরানি কাপের দ্বিতীয় দিনের ম্যাচের দিকে তাকিয়ে সকলে। বাবা ইন্দ্রজিতরা স্কোর বোর্ডে কত রান তোলে সেটাই এখন দেখার।
শেষ দ্বিতীয় দিনের খেলা
৪৩ ওভারে শেষে মধ্যপ্রদেশ তুলল ১১২/৩ রান। ৩৭২ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত। হর্ষ গাওলি ১২৫ বলে ৪৭ রান করে ক্রিজে রয়েছেন, যশ দুবে ১১০ বলে ৫৩ রান করে ক্রিজে রয়েছেন। ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছিল মধ্যপ্রদেশ, সেখান থেকে দলকে সামলেছেন হর্ষ ও যশ।
যশ দুবের অর্ধশতরান
অর্ধশতরান করলেন যশ দুবে। ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছিল মধ্যপ্রদেশ, সেখান থেকে দলকে সামলেছেন হর্ষ ও যশ।
১০০ টপকাল মধ্যপ্রদেশ
ধীর গতিতে রান এগিয়ে নিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ। হার্ষ গাওলি ১১৪ বলে ৪৪ রান করেছেন, যশ দুবে ৯৭ বলে ৪৪ রান করে খেলছেন। ৩৯তম ওভারে মধ্যপ্রদেশের স্কোর ১০০/৩ রান। এখনও ৩৮৪ রানে এগিয়ে অবশিষ্ট ভারত।
৭৫ টপকাল মধ্যপ্রদেশ
ধীর গতিতে রান এগিয়ে নিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ। হার্ষ গাওলি ৮৭ বলে ৩৫ রান করেছেন, যশ দুবে ৭০ বলে ২৯ রান করে খেলছেন। ৩০ তম ওভারে মধ্যপ্রদেশের স্কোর ৭৫/৩ রান।
হাফসেঞ্চুরি মধ্যপ্রদেশের
১৯ তম ওভারে শেষ পর্যন্চ ৫০ করল মধ্যপ্রদেশ। ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর, দলের হাল ধরেন হর্ষ গাউলি (২৩), যশ দুবে (১৯)। ১৯ ওভার শেষে ৩ উইকেটে ৫০ করলেও, ২০তম ওভার শেষে ৩ উইকেটে তাদের রান ৫১।
তৃতীয় উইকেটের পতন
মাত্র ১৫ রানের মধ্যেই তিন নম্বর উইকেট হারাল মধ্যপ্রদেশ।
নেমেই ২ উইকেট হারাল MP
২ রানের মধ্যেই ২ উইকেট হারাল মধ্যপ্রদেশ। হিমাংশুকে ফেরালেন নভদীপ সাইনি এবং আকিলকে আউট করলেন মুকেশ কুমার।
৪৮৪ শেষ অবশিষ্ট ভারতের ইনিংস
৪৮৪ রানে শেষ হল অবশিষ্ট ভারতের প্রথম ইনিংস। অবশিষ্ট ভারত ম্যাচের প্রথম দিনে স্কোর বোর্ডে ৩ উইকেটের বিনিময়ে ৩৮১ রান তুলেছিল। দ্বিতীয় দিনে স্কোর বোর্ডে আর মাত্র ১০৩ রান তুলতে পারল মায়াঙ্কের ছেলেরা। ১২১.৩ ওভারে ৪৮৪ রান করেই শেষ অবশিষ্ট ভারতের ইনিংস। আভেশ খান চারটি উইকেট নিয়েছেন। অনুভব ও কার্তিকেয়া ২টি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন অঙ্কিত। এদিন ধুল করেছেন ৫৫ রান। এছাড়াও বাবা ইন্দ্রজিত ১৯ ও উপেন্দ্র যাদব ১৪ রান করেন।
৯ উইকেটের পতন
৪৮৪ রানের মধ্যে ৯ উইকেট হারাল অবশিষ্ট ভারত।
আউট ধুল
৭১ বলে ৫৫ রান করে আউট হলেন যশ ধুল। ৪৬৯ রানে আট উইকেট হারিয়েছে অবশিষ্ট ভারত।
৭ উইকেটের পতন
শূন্য রান করে সাজঘরে ফিরলেন অতীত শেঠ। অনুভবের বলে হিমাংশুর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অতীত। অবশিষ্ট ভারতের স্কোর ৪৬৭/৭ রান।
৬ উইকেটের পতন
৪২ বলে ১৪ রান করে সাজঘরে ফিরলেন উপেন্দ্র যাদব। ৪৬৬ রানে ৬ নম্বর উইকেট হারাল অবশিষ্ট ভারত।
যশ ধুলের অর্ধশতরান
৬৫ বলে ৫০ রান করে খেলছেন যশ ধুল। অবশিষ্ট ভারতের স্কোর ১১৪ ওভারে ৪৬০/৫ রান।
৪৫০ টপকাল অবশিষ্ট ভারত
৪৫০ রান টপকাল অবশিষ্ট ভারত। অর্ধশতরানের পথে যশ ধুল। উপেন্দ্র যাদব ১৮ বলে ৮ রান করে খেলছেন।
পঞ্চম উইকেটের পতন
আউট হলেন বাবা ইন্দ্রজিত। ১০৫.৪ ওভারে ৪৩৩ রানের মাথায় পঞ্চম উইকেট হারাল অবশিষ্ট ভারত। ৭২ বলে ১৯ রান করে অনুভব আগরওয়ালের বলে হিমাংশুর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাবা ইন্দ্রজিত।
৪০০ টপকাল অবশিষ্ট ভারত
৯৭ ওভারে ৪০০ রান টপকাল অবশিষ্ট ভারত। ম্যাচের দ্বিতীয় দিনে এখনও একটি উইকেট হারিয়েছে মায়াঙ্করা।
শুরুতেই উইকেট হারাল অবশিষ্ট ভারত
অঙ্কিত কুশওয়ার বলে বোল্ড হলেন সৌরভ কুমার। শূন্য রান করেই সাজঘরে ফিরলেন তিনি। বাবা ইন্দ্রজিতের সঙ্গে মাঠে রয়েছেন যশ ধুল। ৯২ ওভার শেষে অবশিষ্ট ভারতের স্কোর ৩৮৮/৪ রান।
HT বাংলার লাইভে স্বাগত
ইরানি কাপের প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত অবশিষ্ট ভারত স্কোর বোর্ডে ৩ উইকেটের বিনিময়ে ৩৮১ রান তুলেছে। যশস্বী জসওয়াল করছেন ২৫৭ বলে ২১৩ রান এবং অভিমন্যু ঈশ্বরন করেন ২৪২ বলে ১৫৪ রান। মধ্যপ্রদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন আভেশ খান। এখন দেখার ম্যাচের দ্বিতীয় দিনে অবশিষ্ট ভারত স্কোর বোর্ডে কত রান তোলে।