ভারতের পেসার উমরান মালিক ইরানি কাপের ম্যাচের প্রথম দিনে সৌরাষ্ট্রের বিরুদ্ধে অবশিষ্ট ভারত একাদশের হয়ে মাঠে নেমেছিলেন। উমরান নিজের প্রথম ওভার থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। তিনি তাঁর প্রথম ওভারে বল করতে এসেই এক উইকেট তুলে নেন। সৌরাষ্ট্রের ইনিংসে মোট ৩ উইকেট নিয়েছেন উমরান।
উমরান এ দিন অর্পিত ভাসাভাদা (২২ রান), জয়দেব উনাদকাট (১২) এবং ধর্মেন্দ্র সিং জাদেজার (২৮) উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত ৫.৫ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন উমরান। ভারতের বাকি বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। যার সুবাদে সৌরাষ্ট্র ৯৮ রানে অলআউট হয়ে যায়।
আরও পড়ুন: ‘তোমার জন্য গর্বিত,’ সরফরাজের বিস্ফোরক ব্যাটিং-এর পরে সূর্যকুমারের বিশেষ বার্তা
ম্যাচের দশম ওভারে উমরান যখন বল করতে আসেন, ততক্ষণে সৌরাষ্ট্র চার উইকেট হারিয়ে বসেছিল। এবং তিনি বল করতেই এসেই বাঁ-হাতি ভাসাভাদাকে ফেরান। এই ভাসাভাদাই দ্বিতীয় সর্বোচ্চ রান করেন। ম্যাচের মাত্র তৃতীয় ডেলিভারিতে, ভাসাভাদাকে বোল্ড করেন উমরান।
এর পর উমরান খেলার ১৬তম ওভারে একটি ভয়ানক ইয়র্কার দেন জয়দেব উনাদকাটকে। উনাদকাট বলটি বুঝতেই পারেননি। সরাসরি স্টাম্প ভেঙে দেন উমরান। উমরানের বলের গতিতেই কাবু হন উনাদকাট। চোখ ধাঁধানো বল বলা যেতেই পারে।
এর আগে মুকেশ কুমারও কিছু দুরন্ত মানের সুইং বোলিংয়ের সাহায্যে সৌরাষ্ট্রকে বড় ধাক্কা দিয়েছিলেন। শেষে সৌরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ধর্মেন্দ্র সিং জাদেজাকেও ফিরিয়ে সৌরাষ্ট্রের ইনিংসের ইতি টানেন উমরানই। ধর্মেন্দ্র সিং ২৮ করে অভিমন্যু ঈশ্বরনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন: রঞ্জি ও দলীপ ফাইনালের পরে এবার ইরানিতে ঝোড়ো শতরান সরফরাজের
উমরান ফের একবার শিরোনামে এসেছেন তাঁর আগুনে গতির জন্য। আটে ব্যাট করতে নামা জয়দেব উনাদকাটকে যে ইয়র্কারে বোল্ড করেছেন উমরান, সেই ডেলিভারিই এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ফের চর্চায় শ্রীনগরের বছর বাইশের পেসার। প্রথম দিনেই দারুণ জায়গায় রয়েছে অবশিষ্ট ভারত একাদশ। ফলে এখন থেকেই লিখে দেওয়া যায় যে বিরাট কোনও চমক না ঘটলে ব্যাকফুটে থাকা সৌরাষ্ট্রের এই ম্যাচে কামব্যাক করা কার্যত অসম্ভব। প্রথম দিনের শেষে হনুমা বিহারীদের দল ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে। সরফরাজ খান ১৩৮ করে অবশিষ্ট ভারতের ভিত মজবুত করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।