ইরানি ট্রফির জন্য অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার চারজন ক্রিকেটার। নক-আউট পর্যায়ে চরম ব্যর্থ হলেও দলে জায়গা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। তাছাড়া বাংলা থেকে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার, সুদীপকুমার ঘরামি এবং আকাশদীপ। যে তিনজনই এবার রঞ্জি ট্রফিতে ভালো ছন্দে ছিলেন। তারইমধ্যে চোটের জন্য অবশিষ্ট ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন সরফরাজ খান। যে দলের অধিনায়ক হিসেবে মায়াঙ্ক আগরওয়ালের নাম ঘোষণা করা হয়েছে। যিনি রঞ্জিতে কর্ণাটকের অধিনায়ক।
আগামী ১ মার্চ থেকে গোয়ালিয়রের ক্যাপ্টেন রুপ সিং স্টেডিয়ামে ইরানি ট্রফির ম্যাচ হতে চলেছে। যে ম্যাচটা ২০২১-২২ মরশুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ এবং অবশিষ্ট ভারতীয় দলের মধ্যে হবে। পাঁচদিনের সেই ম্যাচের জন্য সোমবার সরকারিভাবে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
অবশিষ্ট ভারতীয় দলের স্কোয়াড
মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, যশস্বী জয়সওয়াল, যশ ধুল, বাবা ইন্দ্রজিৎ, উপেন্দ্র যাদব (উইকেটকিপার), অতীত শেঠ, সৌরভ কুমার, হার্ভিক দেশাই, নবদীপ সাইনি, মুকেশ কুমার, চেতন সাকারিয়া, আকাশদীপ, মায়াঙ্ক মারকাণ্ডে, পুলকিত নারাঙ্গ এবং সুদীপকুমার ঘরামি।
চোটের জন্য নেই সরফরাজ
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, বাঁ-হাতের কড়ে আঙুলে হালকা চিড় ধরার কারণে মুম্বইয়ের তারকা ব্যাটার সরফরাজ ছিটকে গিয়েছেন। যিনি গত তিনটি রঞ্জি মরশুমে দুর্দান্ত ছন্দে আছেন। এবার মুম্বই নক-আউট না উঠলেও রানের পর রান করে গিয়েছেন। সেই সরফরাজের পরিবর্ত হিসেবে বাবা ইন্দ্রজিৎকে দলে নেওয়া হয়েছে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।
কীভাবে চোট পান সরফরাজ? সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি ম্যাচের সময় চোট পান সরফরাজ। চোট পাওয়ার পর আঙুলে একটি সুরক্ষাবর্ম পরেছিলেন মুম্বইয়ের তারকা ব্যাটার। তারপর আর ব্যাটিং বা ফিল্ডিংও করেননি। বরং সতীর্থদের এনার্জি ড্রিঙ্ক দিচ্ছিলেন। যে সরফরাজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে না নেওয়ায় তুমুল বিতর্ক তৈরি হয়েছিল।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।